বাংলারজমিন

ফরিদপুর-১

মনোনয়ন পরিবর্তনের দাবি চার প্রার্থীর

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:১৩ পূর্বাহ্ন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের অডিটোরিয়ামে শনিবার উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের মোট ৩০ জন নেতাকর্মীসহ চারজন চেয়ারম্যান বক্তব্য রাখেন। তারা সকলেই বর্তমান সংসদ সদস্যদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের একাধিক হয়রানিমূলক মামলা হামলা ও অবমূল্যায়নের অভিযোগসহ নানা সরকারি বরাদ্দের টিআর, কাবিখা, সৌরবিদ্যুৎ বেচাকেনা, নিয়োগ বাণিজ্যের অভিযোগ আনেন। সকলেই একবাক্যে দাবি করেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যদি এ আসনে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন পরিবর্তন না করেন তবে আমরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করতে বাধ্য হবো’। আওয়ামী লীগের চার মনোনয়ন প্রত্যাশী কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ও কৃষকলীগের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন হাতে হাত মিলে একট্টা হয়ে বলেন, ‘আজ থেকে আওয়ামী লীগ ও এলাকার সাধারণ মানুষকে সম্মানহানি ও স্বেচ্ছাচারিতার হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ইস্পাতকঠিন ঐক্য ও নতুন ধারার পথচলা শুরু হলো। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক, আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএম জালাল উদ্দীন আহমেদ, বোয়ালমারী পৌর মেয়র মো. মোজাফ্‌ফর হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, যুগ্ম সম্পাদক ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া ওরফে খসরু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status