এক্সক্লুসিভ

রাজশাহীতে বিএনপি’র মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৭:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ করে চার নেতাকর্মীতে আটক করেছে। গতকাল বেলা ১১টার দিকে নগরীর ভূবনমোহন পার্কের সামনে স্যান্ডেলপট্টি এলাকায় মিছিলের উপর চাড়াও হয় পুলিশ। পরে বিএনপি নেতাকর্মীরা ভুবনমোহন পার্কে সমাবেশ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা গণকপাড়া মোড়ে জড়ো হয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভুবনমোহন পার্কের দিকে যাওয়ার সময় স্যান্ডেলপট্টি এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশ লাঠিচার্জ করে বিএনপির চার নেতাকর্মীকে আটক করে।
পরে বিএনপি নেতাকর্মীরা ভুবনমোহন পার্কে সমাবেশ করেছে। মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ।

মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম ডিকেন বলেন, পুলিশ বিনা কারণে বিএনপির মিছিলে লাঠিচার্জ করে পাপ্পু, সিহাব, জিন্না ও ইব্রাহীমকে আটক করেছে। এছাড়া রাস্তায় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ভুবনমোহন পার্কে সমাবেশ করার অনুমতি নিয়েছে বিএনপি। কিন্তু মেইন সড়কে বিক্ষোভ মিছিল বের করে তারা পুরো সাহেববাজার এলাকায় যানজটের সৃষ্টি করে। এ কারণে তাদের মিছিলে বাধা দিয়ে ভুবনমোহন পার্কে ঢুকিয়ে দেয়া হয়। এ সময় পুলিশের উপর চড়াও হওয়ায় চারজনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয় বলে জানান ওসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status