বিনোদন

ভিলেন নানারূপে

গ্রন্থনা : বিনোদন বিভাগ

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৭:৫২ পূর্বাহ্ন

সময়ে সময়ে ঢাকাই ছবিতে ভিলেনরা হাজির হয়েছেন নানা রূপে, নানা স্টাইল নিয়ে। একেক জন একেক ভঙ্গিতে মন্দ চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। এদের মধ্যে এ টি এম শামসুজ্জামানকে বলা হয় রসিক ভিলেন। তার ষড়যন্ত্র দেখলে শরীরে জেদ চাপে, আর তার আচরণে হাসি পায়। গোলাম মুস্তাফা মন্দ শিল্পপতি হিসেবে মানিয়ে যেতেন। চোরাকারবারি বলে দেখতে ভালো লাগতো রাজকে। দৈত্যের ভূমিকায় জাম্বু ভয়ঙ্কর। আহমেদ শরীফ সাপুড়ের চরিত্রে দারুণ। রাজিব দুর্নীতিবাজ নেতার চরিত্রে বেশ। ফরীদি নিষ্ঠুর, রসিক ও বহুরূপী। উজিরের পোশাকে একেবারে মিশে যেতেন নাসির খান। সাদেক বাচ্চুর চিৎকারে হল গমগম করে ওঠে। ইলিয়াস কোবরাকে কুংফু-কারাতেই বেশি দেখেছেন দর্শকরা। মিজু আহমেদ মন্ত্রীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা পেয়েছেন। মঞ্জুর রাহীর চরিত্রহীনতা, গাঙ্‌গুয়ার নিষ্ঠুরতা, সাংকো পাঞ্জার হৃদয়হীনতা-এ সবই দর্শকদের মাতিয়েছে। কোনোটাতেই দর্শকদের আপত্তি নেই। ড্যানিরাজের অশ্লীলতা, শিবা শানুর নির্মমতা, আমির সিরাজীর যাত্রাধর্মী সংলাপে মুগ্ধ দর্শকরা। রাতিনের সংসার ভাঙার চক্রান্ত, আদিলের প্রাসাদ ষড়যন্ত্র, বাবরের তোতলামি, দারাশিকোর বজ্রকণ্ঠ, ডন অভিনীত তরুণ ভিলেনের চরিত্রগুলো চোখে লেগে আছে দর্শকদের। আর এ সবকিছুই ঢালিউডের দর্শকদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে বছরের পর বছর। ধর্ষকের চরিত্র হোক, কিংবা দাগি আসামির অথবা ভয়ানক খুনি, ঢাকাই সিনেমার ভিলেনরা দর্শকদের মনে এসব চরিত্রের মধ্য দিয়ে ত্রাস সৃষ্টি করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status