বিনোদন

ঢাকাই ছবির সফল নায়ক-ভিলেন জুটি

গ্রন্থনা : বিনোদন বিভাগ

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৭:৫০ পূর্বাহ্ন

চলচ্চিত্রে জুটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত পর্দার সামনে নায়ক-নায়িকা জুটি নিয়েই বেশি আলোচনা হয়। বাষট্টি বছরের চলচ্চিত্রের ইতিহাস থেকে খুব সহজেই লক্ষ্য করা যায় আরো একটি জুটির সাফল্য। সেটি হলো নায়ক-ভিলেন জুটি। একসময় গোলাম মোস্তফা, খলিল উল্লাহ খান, এটিএম শামসুজ্জামানরাই ভিলেন হিসেবে চলচ্চিত্র মাতিয়েছেন। সেইসময় তাদের সঙ্গে নায়ক হিসেবে দেখা যেত রাজ্জাক, ফারুক, আলমগীর, উজ্জলদের। তবে এই ইন্ডাস্ট্রিতে অনেক নায়কের ছবিতেই বিশেষ ক’জন ভিলেনকে দেখা যেত নিয়মিতই। নায়ক-নায়িকা জুটির মতোই দর্শকরা উপভোগ করেছেন নায়ক-ভিলেন জুটিগুলোও। সেইসব নায়ক-ভিলেনদের নিয়ে এই আয়োজন-

জসিম-আহমেদ শরীফ
জহিরুল হকের ‘রংবাজ’ ছবির মধ্যে ‘খলনায়ক বা ভিলেন’ চরিত্রটি প্রথম পর্দায় দর্শক দেখতে পায়। যেখানে ভিলেন চরিত্রে অভিনয় করেন জসিম। কিন্তু এই খলনায়কই একটা সময় নায়ক বনে যান। তুমুল জনপ্রিয়তাও পান। নায়ক জসিমের সিনেমাগুলোতে তার সঙ্গে ভিলেন হিসেবে জুটি গড়ে ওঠেছিল আহমেদ শরীফের। বহু ছবিতে তাদের ভালো-মন্দের কেমিস্ট্রি দর্শক মাতিয়েছে।
জসিম-জাম্বু
জসিমের ছবিতে কমন ছিল বিশাল দেহী খলনায়ক জাম্বুর উপস্থিতি। দেহের বিশাল আকৃতি, টাক মাথা, ভয়ঙ্কর চোখ, ভারি কণ্ঠের জাম্বুর ভয় দেখিয়ে মধ্যবিত্ত পরিবারের মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়াতেন- এমন গল্পও শুনতে পাওয়া যায়। আর হাতের পাঁচ আঙুল ছড়িয়ে দিয়ে জাম্বুর মুখে, টাক মাথায় থাপ্পড় দেয়া জসিমের সিনেমার জনপ্রিয় দৃশ্য ছিল।
ইলিয়াস কাঞ্চন-এটিএম শামসুজ্জামান
ইলিয়াস কাঞ্চন ছবিতে অনেক ভিলেনকেই শায়েস্তা করেছেন। তবে এটিএম শামসুজ্জামানের কূট চালের শিকার কাঞ্চনের সিনেমাগুলো দর্শকদের আন্দোলিত করতো। এই খল অভিনেতার সঙ্গে জমজমাট ছিল কাঞ্চনের সিনেমাগুলো।
সালমান শাহ-রাজিব
দুজনের প্রজন্মের অনেক দূরত্ব। তবুও সন্তানসম সালমান শাহের ছবিগুলোতে নিয়মিত ছিলেন বাংলা সিনেমার শক্তিশালী অভিনেতা ওয়াসিমুল বারী রাজিব। কখনো বাবা হয়ে, কখনো প্রেমিকার বাবা হয়ে, কখনো বা কোনো সম্পর্কের বাইরে থেকেই সালমান শাহের সিনেমায় হাজির হতেন রাজিব। যেমন: আলোচিত ছিল সালমানের অভিষিক্ত হওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’, তেমনি জনপ্রিয়তা পেয়েছে ‘দেনমোহর’, ‘স্বপ্নের পৃথিবী’সহ বেশ কিছু চলচ্চিত্র।
সালমান শাহ-ডন
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ-মৌসুমীর। তাদের সঙ্গে অভিষিক্ত হয়েছিলেন খল অভিনেতা ডনও। চলচ্চিত্রে সালমান শাহ যতদিন বাজিমাত করেছেন ততদিন খল অভিনেতা হিসেবে তার ছবিগুলোতে ছিলেন ডন।
রুবেল-হুমায়ূন ফরীদি
ঢাকাই সিনেমায় অ্যাকশনে নতুন মাত্রা নিয়ে আসেন নায়ক রুবেল। হুমায়ূন ফরীদির সঙ্গে তার জমজমাট একটি জুটি গড়ে ওঠেছিল। ক্যারিয়ারের প্রথম ছবি ‘সন্ত্রাসী’তে ফরীদি মুখোমুখি হন রুবেলের। এরপর প্রায় ৫০টি চলচ্চিত্রে দাপিয়ে বেড়াতে দেখা গেছে রুবেল-ফরীদিকে।
মান্না-ডিপজল
ঢাকাই সিনেমায় নায়ক মান্না ও খলনায়ক ডিপজলের রসায়ন ছিল বেশ দর্শকপ্রিয়। একটা সময় রুবেল-ফরীদির মতো শুধুমাত্র মান্না-ডিপজলের কেমিস্ট্রি দেখতেই দর্শকরা হলে যেতেন। ‘আম্মাজান’, ‘বর্তমান’, ‘কষ্ট’, ‘গুণ্ডা নাম্বার ওয়ান’ ইত্যাদি সিনেমাগুলো সেই প্রমাণই দেয়।
শাকিব-মিশা
যদি বলা হয় কোন নায়ক ক্যারিয়ারে সবচেয়ে বেশি একজন ভিলেনের সঙ্গে অভিনয় করেছেন? উত্তর হবে শাকিব খান। এ নায়কের প্রায় নব্বই ভাগ সিনেমাতেই ভিলেন হিসেবে কাজ করেছেন মিশা সওদাগর। গেল দশ বছরে এটা ছিল নিয়মিত ব্যাপার। এই জুটির পর এখন পর্যন্ত আর কোনো নায়ক-ভিলেন জুটি গড়ে উঠতে পারেনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status