অনলাইন

সমাবেশ করতে হাইকোর্টের দারস্থ জাতীয় ঐক্য ফ্রন্ট

স্টাফ রিপোর্টার

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৪:৪৭ পূর্বাহ্ন

সিলেটে ২৪শে অক্টোবর সমাবেশের অনুমতি না পাওয়ায় হাইকোর্টে রিট আবেদন করেছে জাতীয় ঐক্য ফ্রন্ট। রিটে সিলেটে সমাবেশের অনুমতি না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ ও সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করা হয় বলে মানবজমিনকে জানান, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ঐক্য ফ্রন্টের লিঁয়াজো কমিটির সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক। তিনি জানান, রিটে জাতীয় ঐক্য ফ্রন্টের ওই সমাবেশ করতে অনুমতি না দেয়া কেন অবৈধ, বেআইনি ও সংবিধান বহিভর্’ত ঘোষণা করা হবেন না- এ মর্মে রুল চাওয়া হয়েছে।

আগামীকাল হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে এর শুনানি হতে পারে।
প্রসঙ্গত, আগামী ২৪শে অক্টোবর সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে ২৩শে অক্টোবর সিলেট সফর ও সমাবেশের ঘোষণা দিলেও পুলিশ অনুমতি না দেওয়ায় কর্মসূচি একদিন পিছানো হয়। পরে ২০শে অক্টোবর সিলেট বিএনপির একটি প্রতিনিধি দল শনিবার সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে ২৪শে অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করলেও সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status