অনলাইন

এনডিএম-কে নিবন্ধন দিতে আদালতের নির্দেশ

স্টাফ রিপোর্টার

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ১:২৫ পূর্বাহ্ন

এনডিএম (ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট) কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুলের চুড়ান্ত শুনানী শেষে আজ রোববার বিচারপতি  মইনুল ইসলাম  চৌধুরী  ও বিচারপতি মো. আশরাফুল কামাল এ রায় দেন।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে রায়ে বলা হয়েছে, রায়ের কপি পাওয়ার ১৫দিনের মধ্যে এনডিএম-কে নিবন্ধন দিতে হবে। আদালতে এনডিএম-এর পক্ষে ছিলেন আইনজীবি আখতার ইমাম ও রাশনা ইমাম।

এনডিএম-এর নিবন্ধন বাতিল হওয়ার পর তা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন দলটির করেছিলেন চেয়ারম্যান ববি হাজ্জাজ। শুনানী নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। আজ শুনানী শেষে এ রায় ঘোষণা করেন আদালত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status