বিনোদন

আলাপন

‘ভয় পেয়ে বলে উঠেছি লাইট জ্বালাও’

কামরুজ্জামান মিলু

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের শুরুটা মঞ্চ দিয়ে। এরপর পা রাখেন টিভি পর্দায়। ‘রঙের মানুষ’, ‘জয়িতা’, ‘প্রজাপতিকাল’, ‘হাতকুরা’, ‘মধুময়রা’, ‘অতঃপর, ‘শুভাগমন’সহ অসংখ্য দর্শক নন্দিত নাটকে অভিনয় করে হয়ে ওঠেন দর্শকদের পছন্দের অভিনেতা। বর্তমানে বড় পর্দায়ও তিনি বেশ জনপ্রিয়। তার অভিনীত ‘দেহরক্ষী’, ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘ব্ল্যাকমেইল’, ‘লালচর’, ‘ওয়ান ওয়ে’, ‘রাজনীতি’সহ বেশ কয়েকটি ছবি এরইমধ্যে মুক্তি পেয়েছে। আসছে ৯ই নভেম্বর মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘স্বপ্নের ঘর’। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জাকীয়া বারী মম। এর আগে ‘আলতাবানু’ ছবিতে এবং ছোটপর্দার বেশকিছু নাটকে একসঙ্গে কাজ করে তারা হয়েছেন দর্শকপ্রিয়। নতুন ছবির বিষয়ে মিলন বলেন, ভৌতিক গল্পের ছবি তেমন আমাদের দেশে হয়নি। দর্শকদের কাছে ‘মেক বিলিভ’ এর জায়গায় বলতে চাই-এটি হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের কোনো ভৌতিক ছবি। এ ছবিতে ভুতের চেহারাগুলো সত্যিকার অর্থে আনতে পেরেছেন ছবির পরিচালক তানিম রহমান অংশু। তিনি বেশ ভালো একজন নির্মাতা। তাই কাজটি করতে গিয়ে তেমন কোনো জটিলতা পোহাতে হয়নি। আর যেহেতু এটি ভৌতিক গল্পের ছবি, তাই ডাবিংয়ের সময় কোনো জটিলতা মনে হয়েছিল কি? এর উত্তরে মিলন বলেন, ডাবিংয়ের সময় অনেক মজার কাহিনী ঘটেছে। অন্ধকারে ডাবিং করতে গিয়ে বেশকিছু দৃশ্যে রীতিমতো কেঁপে উঠেছিলাম। এক কথায় বলতে গেলে ‘আই জাস্ট শকড’। ভয় পেয়ে বলে উঠেছি লাইট জ্বালাও এবং শেষ পর্যন্ত লাইট জ্বালিয়ে ডাবিং করতে হয়েছে। দর্শক যখন এ ছবিটি দেখতে যাবেন তখন তো তারা জানবেন না যে, কি দেখানো হচ্ছে এ ছবিতে। বিশেষ করে যারা ভৌতিক গল্পের ছবি পছন্দ করেন তারা বেশ ইনজয় করবেন। এ ছবির পর হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় আনিসুর রহমান মিলন ও মৌসুমী অভিনীত ‘রাত্রীর যাত্রী’ ছবিটি আসছে ১৪ই ডিসেম্বর মুক্তি পাবে। এ ছবিতে তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে মিলন  বলেন, এটি আরেক ধরনের গল্প। এ ধরনের গল্প নিয়ে আরো বেশি কাজ করা উচিত। সিনেমা দর্শকদের হলমুখী করতে যে ধরনের ছবি প্রয়োজন এটা তেমনই একটি ছবি। একটি মেয়ের রাতের জার্নি। এ সিনেমায় একটি মেয়েকে কেনো রাতে যাত্রা করতে হচ্ছে তার পেছনে বিহাইন্ড দ্য সিনে আমি আছি। এক ধনী পরিবারের সন্তানের চরিত্রে আমি অভিনয় করেছি। বলতে গেলে কাহিনীতে দেখানো হবে, আমার গার্লফ্রেন্ড আমাকে রেখে একটি রাতে একাই যাত্রা করছে এব্ং কেনো তার এই যাত্রা ও এখানে আমার ভূমিকা কি থাকছে-এসব প্রশ্নের উত্তর দর্শক সিনেমা হলে গেলে জানতে পারবেন। কাজটি করে বেশ ভালো লেগেছে। সামনের মাসের ৮ তারিখ থেকে আনিসুর রহমান মিলন ‘ইন্দুবালা’ নামে নতুন ছবির কাজ শুরু করবেন। মাসুম আজিজের গল্পে নতুন এ ছবিটি প্রযোজনা করছে নাজ মাল্টিমিডিয়া। আর ছবিটি পরিচালনা করছেন জয় সরকার। এ ছবিটি নিয়ে সবশেষে জানতে চাইলে মিলন বলেন, হিন্দু পরিবারের একটি গল্প। ‘ইন্দুবালা’ চরিত্রে অভিনয় করবেন একটি টিনেজ মেয়ে। নতুন এই মুখের নাম পায়েল। আর ছবিতে তার প্রেমিকের ভূমিকায় আমি অভিনয় করব। এখানে একটি ছেলে যে কি-না গ্রামের এক ধনাঢ্য পরিবারের ব্যবসায়ীর আড়তে কাজ করে। যে মেয়েটিকে এই ছেলেটি পছন্দ করে সেই মেয়েটিকে ছেলেটি তা বলতে পারে না। বলতে গেলে ওই মেয়ের সামাজিক অবস্থানের কাছে সেই ছেলেটি কিছুই না, তাই বলার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। এমনই একটি চরিত্রে অভিনয় করব। পুরো ছবিতে মেয়েটির প্রতি ছেলেটির ভালোবাসা দেখানোর জন্য যে আকুল আবেদন তা দেখে বেশ উপভোগ করবেন দর্শকরা। জয়পুরহাটে এ ছবির শুটিং শুরু হবে। এবারই প্রথম কোনো ছবির শুটিংয়ে জয়পুরহাট যাচ্ছি। আশা করি, ভালো কিছুই হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status