খেলা

গ্লাভস হাতে মুশফিকের হাতছানি

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৩৯ পূর্বাহ্ন

আর মাত্র ৮টি ডিসমিসাল গ্লাভসবন্দি করতে পারলেই গর্বের এক তালিকার সেরা দশে উঠে আসবেন মুশফিকুর রহীম। আর এতে তিনি পেছনে ফেলবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির উইকেটরক্ষক জেফরি ডুজনকে। ওয়ানডেতে সফল ১০ উইকেটরক্ষকের তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। আপাতত তালিকার দশম স্থানে জেফরি ডুজন। ওয়ানডেতে গ্লাভস হাতে ৪০০-ঊর্ধ্ব ডিসমিসালের (ক্যাচ ও স্টাম্পিং) কৃতিত্ব রয়েছে চার জন ক্রিকেটারের। আর সেরা দশে পরের ছয় জনের রয়েছে ২০০-ঊর্ধ্ব ডিসমিসালের কৃতিত্ব। ওয়ানডেতে ২০০ পূর্ণ হতে মুশফিকের চাই আর মাত্র তিনটি ডিসমিসাল। ১৯২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৯৭টি ডিসমিসাল রয়েছে মুশফিকের ঝুলিতে। এতে মুশফিকের রয়েছে ১৫৫টি ক্যাচ ও ৪২টি স্টাম্পিংয়ের কীর্তি। সফল উইকেটরক্ষকের তালিকায় দশ নম্বরে থাকা জেফরি ডুজনের ঝুলিতে রয়েছে ১৬৯ ম্যাচে ২০৪টি ডিসমিসাল। ফর্ম ঠিক থাকলে তালিকার পঞ্চম স্থানটিও দখলে নিতে পারেন মুশফিক। ক্যারিয়ারে ২৮৭টি ডিসমিসাল নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানি উইকেটরক্ষক মঈন খান।

ওয়ানডেতে সর্বাধিক ডিসমিসাল
খেলোয়াড়    সাল     ম্যাচ     ডিস.     ক্যাচ     স্টাম্পিং
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)          ২০০০-১৫ ৪০৪     ৪৮২     ৩৮৩     ৯৯  
অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)     ১৯৯৬-০৮     ২৮৭     ৪৭২     ৪১৭     ৫৫
মার্ক বাউচার (দ. আফ্রিকা)     ১৯৯৮-১১     ২৯৫     ৪২৪     ৪০২     ২২
মহেন্দ্র সিং ধোনি (ভারত)     ২০০৪-১৮     ৩২৭     ৪১৯     ৩০৬     ১১৩
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)     ২০০২-১৬     ২৬০     ২৪২     ২২৭     ১৫
ইয়ান হিলি (অস্ট্রেলিয়া)     ১৯৮৮-৯৭     ১৬৮     ২৩৩     ১৯৪     ৩৯
রশিদ লতিফ (পাকিস্তান)     ১৯৯২-০৩     ১৬৬     ২২০    ১৮২    ৩৮
রুমেশ কালুভিথারানা (শ্রীলঙ্কা)     ১৯৯০-০৪     ১৮৯     ২০৬     ১৩১     ৭৫
জেফরি ডুজন (ও. ইন্ডিজ)     ১৯৮১-৯১     ১৬৯     ২০৪     ১৮৩     ২১
মুশফিকুর রহীম (বাংলাদেশ)     ২০০৬-১৮     ১৯২     ১৯৭     ১৫৫     ৪২
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status