খেলা

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে রোনালদো

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো, এই নিয়ে তাদের ভক্তদের মধ্যে বিতর্কের শেষ নেই। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে অনেকটা পেছনে ফেলেছেন জুভেন্টাস তারকা রোনালদো। এখানে শুধু মেসিকেই নয়, বিশ্বের বড় বড় সেলিব্রেটিদেরও পেছনে ফেলে শীর্ষে রয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। ফুটবলারদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর ফলোয়াড় সংখ্যা ৩৪০ মিলিয়ন। তার পরেই রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তার ফলোয়ার ২০৫ মিলিয়ন। তৃতীয় স্থানে থাকা মেসির ফলোয়ার সংখ্যা ১৮৯ মিলিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোপ ফ্রান্সিস, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামাদের চেয়েও অনেক বেশি জনপ্রিয় রোনালদো। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলা এনবিএ’র তারকা লেব্রন জেমস, স্টিফেন কারি কিংবা বক্সার কনর ম্যাকগ্রেগরদেরও অনেক পেছনে ফেলেছেন তিনি। এনবিএ তারকা লেব্রন জেমসের ফলোয়ার সংখ্যা ১০৬ মিলিয়ন। আরেক এনবিএ তারকা স্টিফেন কারির ফলোয়ার সংখ্যা ৪৩ মিলিয়ন। রোনালদোর চেয়ে পেছনে রয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার (২৮৪ মিলিয়ন)। আরেক মার্কিন সংগীত শিল্পী টেইলর সুইফটের ফলোয়ার সংখ্যা ২৬৮ মিলিয়ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ফলোয়ার সংখ্যা ১৭৬ মিলিয়ন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৯০ মিলিয়ন আর পোপ ফ্রান্সিসের ১১ মিলিয়ন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলারদের ফলোয়ার: (মিলিয়ন)
ক্রিস্টিয়ানো রোনালদো (৩৪০): ফেসবুক-১২৩, ইনস্টাগ্রাম-১৪৩, টুইটার-৭৫
নেইমার জুনিয়র (২০৫): ফেসবুক-৬১, ইনস্টাগ্রাম-১০৩, টুইটার-৪১
লিওনেল মেসি (১৮৯): ফেসবুক-৯০, ইনস্টাগ্রাম-৭২, টুইটার-২৭
হামেস রদ্রিগেজ (৯১): ফেসবুক-৩৩, ইনস্টাগ্রাম-৪০, টুইটার-১৮
গ্যারেথ বেল (৮৩): ফেসবুক-২৯, ইনস্টাগ্রাম-৩৭, টুইটার-১৭।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status