খেলা

৩৭ বছর পর ফুটবল মাঠে ইরানের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

১৯৮১ সাল থেকে ফুটবল স্টেডিয়ামে নিষিদ্ধ ছিলেন ইরানি নারীরা। আর ৩৭ বছর পর ফের স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেল তাদের। বুধবার প্রীতি ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হয় ইরান। এদিন নিজ মাঠে বলিভিয়াকে ২-১ গোলে হারায় তারা। তবে এ জয়ের চেয়েও গুরুত্ব পেয়েছে গ্যালারিতে থাকা ১০০ নারীর উপস্থিতি। সত্তরের দশকের শেষদিকে ইসলামিক অভ্যুত্থানের পর ইরানের স্টেডিয়ামে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়। ১৯৮১ সালের পর কোনো নারী স্টেডিয়ামেও ঢুকতে পারেননি। দেশে না পারলেও বিশ্বের অন্যান্য দেশে ইরানের ম্যাচের সময় নারী দর্শকদের উপস্থিতি থাকে সব সময়। রাশিয়া বিশ্বকাপেও গ্যালারিতে উজ্জ্বল উপস্থিতি ছিল ইরানি নারীদের। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংস্থা আইএলএনএ জানায়, খেলোয়াড়দের পরিবারের লোকজনই মাঠে ঢোকার সুযোগ পেয়েছে। অনেকের ধারণা, এ ম্যাচ দিয়েই ধীরে ধীরে নারীর সমঅধিকারের পথে হাঁটতে শুরু করবে দেশটি। কিছুদিন আগে স্থানীয় ভলিবল ও বাস্কেটবল ম্যাচেও নারী দর্শকেরা প্রবেশের অনুমতি পায়। কিন্তু সবাই এতে সন্তুষ্ট নন। ব্রাসেলসে অবস্থান করা ইরানের নারী অধিকারকর্মী দারিয়া সাফানি বলেন, এসব ধোঁকাবাজি। মানুষের সঙ্গে প্রহসন করছে ইরানি কর্তৃপক্ষ, যতদিন মেয়েরা টিকিট কিনতে পারবে না, স্টেডিয়ামের নিষেধাজ্ঞা আসলে ততদিনই থাকবে। ভলিবলেও তারা এটা করেছে। অধিকারকর্মীদের চাপে পড়ে তারা কিছু নারী বেছে নেয় খেলা দেখার জন্য। এটা একটা চাল মাত্র।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status