খেলা

পাকিস্তান যেতে সরকারের অনুমতি চায় হকি ফেডারেশন

স্পোর্টস রিপোর্টার

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৩৬ পূর্বাহ্ন

হকি সিরিজ ওপেন নামে একটি নতুন টুর্নামেন্টে খেলতে গত মাসে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ হকি দলের। তবে, নিরাপত্তাজনিত কারণে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ হকি ফেডারেশন। টুর্নামেন্টটিও নির্ধারিত সময়ে হয়নি। নতুন সূচি অনুযায়ী আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) চাপে পাকিস্তানে যেতে রাজি হয়েছে বাংলাদেশও। সরকার অনুমতি দিলে সিরিজে অংশ নেবে বাংলাদেশ, এমনই জানিয়েছেন ফেডারেশন সাধারণের সম্পাদক আবদুস সাদেক।
আগামী ১৫ থেকে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ওমান, শ্রীলঙ্কা, কাতার ও কাজাখস্তানের বিপক্ষে। এফআইএইচ পাকিস্তানে যাওয়ার জন্য আবারো অনুরোধ করেছে বাংলাদেশকে। এমনকি টুর্নামেন্টে অংশ না নিলে মোটা অঙ্কের জরিমানার হুমকিও দিয়েছে বিশ্ব হকির নিয়ন্ত্রক সংস্থা। র‌্যাঙ্কিংয়ে অবনমনের আশঙ্কা তো আছেই। সবদিক বিবেচনা করে পাকিস্তানে যেতে রাজি হয়েছে বাংলাদেশ। এ বিষয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন, ‘আমরা নানা দিক বিবেচনা করে পাকিস্তানে যেতে রাজি হয়েছি। তবে, সরকার অনুমতি দিলেই আমরা সেখানে খেলতে যাব।’ যদিও টুর্নামেন্টের আয়োজন নিয়ে তিনি নিজেই বেশ সংশয়ে, ‘পাকিস্তানের এই টুর্নামেন্টে কয়টা দল অংশ নেয় তা নিয়ে আমার নিজেরই সংশয় আছে। শ্রীলঙ্কা আর ওমান এখনো কিছু নিশ্চিত করেনি। সব দল অংশ নিলেই আমরা যাব। দলের সংখ্যা কমে গেলে আমাদের যাওয়ার কোনো সম্ভাবনা নেই।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status