বিনোদন

আলাপন

‘এটা মনে হলেই মনটা কেঁদে ওঠে’

ফয়সাল রাব্বিকীন

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:৪১ পূর্বাহ্ন

আইয়ুব বাচ্চুর তুলনা কেবল তিনি নিজেই। তিনি ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। নব্বই দশকে একসঙ্গে অনেক গান করেছি আমরা। যে কোনো মানুষের সঙ্গে মিশে যাওয়ার এক ঐশ্বরিক ক্ষমতা ছিলো তার মধ্যে। আর তাইতো নিজের রক গানের মাধ্যমে কোটি শ্রোতাকে বাঁধতে পেরেছিলেন তিনি। কথাগুলো বলছিলেন দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান। নব্বই দশকে আইয়ুব বাচ্চুর পাশাপাশি এ শিল্পীও ব্যান্ড সংগীতকে জনপ্রিয় করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। কিংবদন্তিু আইয়ুব বাচ্চুর সঙ্গে অনেক অ্যালবামও প্রকাশ হয়েছে হাসানের। বিশেষ করে আইয়ুব বাচ্চু-জেমস-হাসান ত্রয়ী ব্যান্ডের গানে অন্যরকম জোয়ার তৈরি করেছিলেন। একসঙ্গে তারা অ্যালবাম করেছেন, স্টেজে গেয়েছেন। সুস্থ একটি প্রতিযোগিতাও তাদের মধ্যে দেখা গেছে। এরমধ্যে গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু গত বৃহস্পতিবার সকালে চলে গেছেন না ফেরার দেশে। তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন হাসানও। পরবর্তীতে তার সঙ্গে কথা হয় মানবজমিনের। তিনি আইয়ুব বাচ্চু প্রসঙ্গে বলেন, মানুষের মনে যে সুর বাজে সেই সুরই কণ্ঠে ধারণ করেছিলেন আইয়ুব বাচ্চু। নতুন প্রজন্ম তাকে অনুসরণ করবে এটা বলার অপেক্ষা রাখে না। তাকে আজীবন মানুষ মনে রাখবে। আমরা সব সময় তাকে মিস করবো। তবে তিনি তার সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকবেন আমাদের মাঝে। তবে বাচ্চু ভাইয়ের সঙ্গে আর দেখা হবে না। এটা মনে হলেই মনটা কেঁদে ওঠে। কিন্তু কিছুতো করার নেই। সবাইকেই যেতে হবে। উনি আজ গিয়েছেন। পরবর্তীতে আমরা সবাই একে একে যাবো। আইয়ুব বাচ্চুর সঙ্গে নিজের স্মৃতির কথা বলতে গিয়ে হাসান বলেন, বাচ্চু ভাইয়ের সঙ্গে যে স্মৃতি রয়েছে তা বলে শেষ করা যাবে না। কত গান, কত আড্ডা, কত শো। অনেক মনখোলা একজন মানুষ ছিলেন তিনি। তরুণদের খুব উৎসাহিত করতেন। শেষ পর্যন্তও কিন্তু তিনি তরুণদের নিয়ে স্বপ্ন দেখতেন। বিভিন্ন সময় তিনি তা শেয়ার করতেন আমাদের সঙ্গে। প্রতিটি কথাই এখন একে একে চলে আসছে মনে। আসলে তার এ চলে যাওয়া দুস্বপ্নের মতো মনে হচ্ছে আমার কাছে। হাসান আরও বলেন, আইয়ুব বাচ্চু দেশকে অনেক দিয়েছেন। মন দিয়ে ভালোবেসেছিলেন দেশ ও দেশের মানুষকে। তার গানে শুধু প্রেম নয়, দেশ, মা, মাটির প্রতি ভালোবাসাও উঠে এসেছে। আর কোনো কিছুতেই হার মানার মানুষ ছিলেন না বাচ্চু ভাই। যে কোনো বিষয়ে সফল হওয়ার জন্য দৃঢ় প্রত্যয় থাকতো তার। সেই বিষয় সফল হয়েই শান্ত হতেন। বাচ্চু ভাই নতুন প্রজন্মের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনার গান কেমন চলছে? আপনার ব্যান্ড আর্কের অ্যালবাম কবে নাগাদ আসছে? হাসান বলেন, গান ভালো চলছে। নিয়মিত প্র্যাকটিস করছি। আর ব্যান্ডের জন্য বেশ কিছু গান তৈরি করে রেখেছি। খুব শিগগিরই সেগুলোর রেকর্ডিং হবে। আশা করছি খুব ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে পারবো। আসলে আমার ব্যান্ডের সদস্যরা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তাই একসঙ্গে সময় দেয়া হয় কম। এ কারণে ধীরেই অ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছি আমরা। নব্বই দশকের কথা স্মরণ করে হাসান বলেন, আগে যে ধরনের একটা উন্মাদনা, উৎসাহ ছিলো সংগীত ইন্ডাস্ট্রিতে সেরকম এখন নেই। তাই আগের মতো জোরও পাই না নতুন গান করার ক্ষেত্রে। এখন যে নিয়মে গান প্রকাশ হচ্ছে এর সঙ্গে আমরা অভ্যস্ত নই। অথবা এভাবে গান করতে চাই না। সব কিছু একটা সঠিক নিয়মের মধ্যে হওয়া উচিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status