শেষের পাতা

বর্তমান সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মনে করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক। গতকাল বিকালে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। মাওলানা
মোহাম্মদ ইসহাক বলেন, জনগণের জানমাল ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। দেশে গুম, খুন, হত্যা, নির্যাতন মারাত্মক আকার ধারণ করেছে। রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার, জুলুম নির্যাতন চলছেই। জনবিচ্ছিন্ন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে।

দেশ এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন। মোহাম্মদ ইসহাক আরো বলেন, তাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নির্বাচনের সময় বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। সব মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার করে রাজবন্দিদের মুক্তি দিতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে।

এসব দাবির বিষয়ে দেশের প্রায় সব মানুষ আজ একমত। তাই এসব দাবি অবিলম্বে মেনে নিতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব-মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আবদুল জলিল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status