দেশ বিদেশ

অলি আহাদের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

১৯৫২ সালে ১৪৪ ধারা ভাঙার নায়ক অলি আহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ১৯২৮ সালের ২০শে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন তিনি। কুমিল্লার হোমনা থেকে প্রথম বিভাগে মেট্রিকুলেশন, ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আই.এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম. এ ফার্স্ট হন। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। ১৯৪৬ সালে পাকিস্তান আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে অলি আহাদ ছিলেন ৪ নম্বর সদস্য। সেই সঙ্গে ঢাকা মহানগরের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সালে রাষ্ট্র ভাষা আন্দোলনে প্রথম কর্মসূচিতে ১১ই মার্চ তিনি গ্রেপ্তার হন। ১৯৪৮ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্রতিটি সরকারের অন্যায়ের প্রতিবাদ করে তিনি কারারুদ্ধ হন। ১৯৫০ সালে পূর্ব পাকিস্তান যুবলীগের সাধারণ সম্পাদক হন অলি আহাদ। ১৯৫২ সালের ঐতিহাসিক ২১শে ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের নায়ক অলি আহাদ। ২৭শে ফেব্রুয়ারি তিনি গ্রেপ্তার হন। দীর্ঘ সময় কারাগারে থাকার পর কর্তৃপক্ষ তাকে মুক্তি দিলেও তার গ্রামের বাড়িতে অন্তরীণ করে রাখা হয়। ১৯৫৩ সালে আওয়ামী লীগে যোগদান করেন। প্রথমে প্রচার সম্পাদক পরে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
১৯৫৭ সালে ঐতিহাসিক কাগমারি সম্মেলনে তিনি পাক মার্কিন সামরিক চুক্তি সিয়াটো, সেন্ট চুক্তির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখেন। এই প্রশ্নে আওয়ামী লীগ দিধা বিভক্ত হয়ে গেলে অলি আহাদ ভাসানীর নেতৃত্বে এনপিএ গঠন করেন। ১৯৫৮ সালে সামরিক শাসনে এক নাগাড়ে ৪ বছর কারাগারে কাটান। ১৯৬৪ সালে গঠিত এনপিএফের অন্যতম নেতা অলি আহাদ। মৃত্যুকালে তিনি ডেমোক্রেটিক লীগের সভাপতি ছিলেন। ১৮ দলীয় জোটের (বর্তমানে ২০ দলীয়) অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। তিনি ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক। মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য ২০০৫ সালে তাকে স্বাধীনতা পদক প্রদান করা হয়। তিনি সাপ্তাহিক ইত্তেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন। অলি আহাদের রাজনৈতিক গ্রন্থ জাতীয় রাজনীতি ১৯৪৫-৭৫ ইতিহাসের এক অনন্য দলিল।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status