বাংলারজমিন

মেডিকেলে ভর্তি অনিশ্চিত মেধাবী নূর আলমের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

বাবা অসুস্থ, মা গৃহিণী টানাপড়েনের সংসার। এই আছে, এই নেই চারদিকে যেন শুধু নেই এরপরও ডাক্তার হতে চায়, চায় সেবা করতে নূর আলম। কিন্তু লাগাম টেনে ধরেছে অভাব আর এই অভাবের অন্ধকার চারদিক থেকে যেন ঘিরে রেখেছে মেধাবী নূর আলমকে। নূর আলম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি এখন তার কাছে অনিশ্চিত হয়ে পড়েছে। সে চিকিৎসক হতে চায়, জনসাধারণ, অসহায় মানুষের সেবার পাশাপাশি দরিদ্র বাবা-মা’র মুখে হাসি ফোটাতেও চায় সে। কিন্তু তার ইচ্ছা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন। পিত্তথলিতে পাথরসহ নানা রোগে আক্রান্ত দরিদ্র বাবার সন্তান নূর আলম নিজে প্রাইভেট পড়িয়ে এইচএসসি পাস করে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৩৬৭৫তম স্থান অধিকার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ  পেয়েও শুধু অর্থাভাবে ভর্তি হতে পারছে না। ২২শে অক্টোবর মেডিকেল কলেজে ভর্তির শেষদিন। ভর্তির  শেষ তারিখ যতই ঘনিয়ে আসছে ততই সে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়াওবাড়ি গ্রামের মো. নুরল হক ও  মোছা. ফজিলা বেগমের ছেলে নূর আলম। তার ছোট দুই বোন স্থানীয় স্কুলে যথাক্রমে ৫ম ও ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। বাবা নুরুল হকের বসতভিটা ছাড়া কিছুই নেই। চটি (ফুটপাত) দোকান দিয়ে সামান্য চালের ব্যবসা করে কোনোরকমে সংসার চালাতেন তিনি। বর্তমান পিত্তথলিতে পাথরসহ নানা রোগে আক্রান্ত হওয়ায় গ্রাম ঘুরে চাল সংগ্রহ করতে না পেরে সে ব্যবসাও থেমে যাচ্ছে। টানাটানির সংসারে অভাব আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে লেখাপড়া করেছে নূর আলম। নিজে প্রাইভেট পড়িয়ে ২০১৫ সালে এসএসসি ও ২০১৭ সালে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে। ২০১৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে কৃষি অনুষদে ভর্তি হয় এবং লেভেল-১, সেমিস্টার-১ এর ফাইনাল পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে। ২০১৮ সালে কোন কোচিং না করেই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে নূর আলম। মেধা তালিকায় ৩৬৭৫তম স্থান অধিকার করে সে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়।  মেডিকেল কলেজে ভর্তি হতে প্রায় ২৫-৩০ হাজার টাকা দরকার। এছাড়াও ভর্তি হয়ে শিক্ষাজীবনে বাকি পথ কিভাবে পাড়ি দিবে তা তার জানা নেই। নূর আলমের মা ফজিলা বেগম ছেলের উচ্চশিক্ষার জন্য সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সাহায্য-সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ-০১৭৭৩-৫২২৬৮৯।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status