বাংলারজমিন

তিন বৃদ্ধার নতুন কাপড় পরিধানের ইচ্ছে পূরণ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

শ্যামা (৭০), ডাক্তরীর মা (৭৫) ও নজিবুন্নেছা (৭৫)। তিনজনের বয়সই ৭০ বছরের ঊর্ধ্বে। স্বামী মারা গেছেন অনেক আগেই। সন্তান নেই। অর্ধাহারে অনাহারে কোনো রকমে চলছে ওদের জীবন। আর এ কারণেই দীর্ঘদিন ধরে তারা নতুন কাপড় গায়ে দিতে পারছিলেন না। অন্যের পুরাতন ছিঁড়া ফাড়া কাপড় পরেই দিন পার করছিলেন। এ দুঃখটা তাদের কুরে খাচ্ছিল। বড়ই আশা ছিল তাদের মৃত্যুর আগে নতুন কাপড় পরিধান করার। আল্লাহ তাদের সেই আশা পূরণ করেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। পাকশিমুল ইউনিয়নের বড়ইছাড়া গ্রামের সাংবাদিক এম মনসুর আলী এগিয়ে আসলেন। তিনি মানবিক আবেদন শিরোনাম দিয়ে ওই ৩ বৃদ্ধার মনের ইচ্ছাটা আবেগময় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছেড়ে দিলেন। ফেসবুক পোস্টের সহায়তায় নতুন কাপড় পেলো এই তিন বৃদ্ধা। স্বামীর মৃত্যুর পর অভাবের কারণে নতুন কাপড় পরা হয়নি তাদের। অন্যের ব্যবহৃত ও দানকৃত পুরাতন কাপড় পরে কাটিয়েছেন এই দীর্ঘ সময়। গতকাল সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ই চারা গ্রামের ‘কবি হাউজে’ এই তিন বৃদ্ধার হাতে দাতাদের পক্ষ থেকে কাপড় তুলে দেন সাংবাদিক এম মনসুর আলী। স্ট্যাটাস পড়ে মাতৃতুল্য ৩ বৃদ্ধার মনের ইচ্ছা পূরণে সাড়া দিয়ে দ্রুত এগিয়ে আসলেন সরাইল মহিলা কলেজেরে প্রতিষ্ঠাতা সদস্য, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিতালী সমাজকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুল, সরাইল ছোট দেওয়ান পাড়ার রওশন আলী, সুইডেন প্রবাসী আবুল হোসেন, সরাইল সদর উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আক্কাস মিয়া, পাকশিমুলের এনামুল হক, ফতেপুরের সালাউদ্দীন, অরুয়াইল ‘আশার আলোর’ সভাপতি সোহেল মিয়া। তাদের দানের বদৌলতে বড়ই চারা গ্রামের তাহেদ মিয়ার স্ত্রী বৃদ্ধা শ্যামা বেগম (৭০),সামাদ মিয়ার স্ত্রী ডাক্তরীর মা (৭৫) এবং আবদুল আহাদ মিয়ার স্ত্রী নজিবুন্নেশা (৭৫) প্রত্যককে ৩টি করে মোট ৯টি নতুন কাপড় দেয়া হয়। দীর্ঘদিন ধরে ফেসবুকের মাধ্যমে অসহায় মানুষের  সহায়তাকারী সাংবাদিক এম মনসুর আলী জানান, ফেসবুকে এই বৃদ্ধাদের জন্য কাপড়ের আবেদন করে একটা পোস্ট করেছিলাম। দ্রুত মানব সেবায় এগিয়ে এলেন যারা তাদের জন্য দোয়া রইল। তবে কাপড় পেয়ে ভীষণ খুশি হয়েছেন অসহায় বৃদ্ধারা।

প্রাণভরে দাতাদের জন্য দোয়া করেছেন তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status