খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে সেরা রান সংগ্রাহকের দুইজনই অনুপস্থিত

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সব ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী। এর মধ্যে ওয়ানডেতে তাদের বিপক্ষে সবচেয়ে বেশি জয় পায় টাইগাররা। আর এই জিম্বাবুয়ের বিপক্ষে এবার ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা দুই রান সংগ্রাহক সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই মাঠে নামবে মাশরাফি বাহিনী। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মোট ৪৫ ওয়ানডে ম্যাচে ৪০.১১ গড়ে সর্বোচ্চ ১৪০৪ রান সংগ্রহ করেছেন সাকিব। তার সর্বোচ্চ ১০৫। অপরদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা তামিম ২০০৭ সাল থেকে ৩৮টি ওয়ানডে খেলে ৩৭.১৩ গড়ে সংগ্রহ করেছেন ১৩৭৪ রান। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ১৫৪। সাকিব এবং তামিমের পর প্রথম পাঁচে থাকা বাকি তিন ব্যাটসম্যান হলেন- যথাক্রমে মুশফিকুর রহীম, শাহরিয়ার নাফিস এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক ২০০৬ থেকে এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে মোট ওয়ানডে খেলেছেন ৪৩টি এবং ৩৮.৮০ গড়ে সংগ্রহ করেছেন ১২০৩ রান। যেখানে তার সর্বোচ্চ ১০৭ রান।
অপরদিকে জাতীয় দল থেকে ব্রাত্য ওপেনার নাফিস ইকবাল ২০১১ সাল পর্যন্ত খেলেছেন ১৭টি ওয়ানডে এবং তার সংগ্রহ ৫৫.৫০ গড়ে ৭৭৭ রান। তার সেরা ইনিংসটি ১২৩ রানের। পঞ্চমে থাকা সাবেক টাইগার দলপতি বাশার অবসরের আগে জিম্বাবুইয়ানদের বিপক্ষে খেলেছিলেন ২৮টি ওয়ানডে। ৩২.৬৯ গড়ে তার সংগ্রহ ৭৫২ রান। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৭৮ রানের।

খেলোয়াড়    ম্যাচ    রান    গড়
সাকিব আল হাসান    ৪৫    ১৪০৪    ৪০.১১
তামিম ইকবাল    ৩৮      ১৩৭৪    ৩৭.১৩
মুশফিকুর রহীম    ৪৩      ১২০৩    ৩৮.৮০
নাফিস ইকবাল    ১৭      ৭৭৭    ৫৫.৫০
হাবিবুল বাশার    ২৮      ৭৫২    ৩২.৬৯
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status