খেলা

‘ফিক্সিংয়ে বেশি জড়িত ভারতীয়রা’

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৪১ পূর্বাহ্ন

ফিক্সিংয়ের বিষয় নিয়ে অনেকটাই চিন্তিত বিশ্ব ক্রীড়াঙ্গন। স্পোর্টসম্যানশিপ ও নিজেদের সততাকে বুড়ো আঙুল দেখিয়ে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন নানা ক্রীড়াবিদ ও জুয়াড়িরা। ক্রিকেটে ফিক্সিংয়ের উৎপাত পুরনো। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও এ ব্যাপারে রেখেছে কড়া নজরদারি। আইসিসি’র এন্টি করাপশন ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল জানিয়েছেন সারা বিশ্বেই কম বেশি ফিক্সিং হলেও, সেগুলোর বেশির ভাগই করে থাকে ভারতীয় জুয়াড়িরা। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্শাল। এ নিয়ে তিনি বলেন, জুয়াড়িরা স্থানীয় এবং ভারতীয়ই হয় বেশি। আর আপনি যদি সারা বিশ্বের কথা বলেন তাহলে বেশির ভাগ দুর্নীতিবাজ জুয়াড়িই ভারতীয়। বর্তমানে আইসিসি’র পক্ষ থেকে নজরে রাখা হয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজকে। তাদের ধারণা শ্রীলঙ্কায় অপ্রীতিকর কিছু ঘটলেও ঘটতে পারে। ক’দিন আগে আইসিসি’র এন্টি করাপশন ইউনিট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত করেছে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনৎ জয়সুরিয়াকে। আরও সন্দেহভাজন অনেককে পাওয়া যাবে ভেবেই শ্রীলঙ্কার ক্রিকেটে কড়া নজরদারি রেখেছে এন্টি করাপশন ইউনিট। এদিকে ছয়বছর পর ইংলিশ কাউন্টিতে ম্যাচ ফিক্সিংয়ের দায় স্বীকার করেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। ভারতীয় বাজিকর অনু ভাটের কাছ থেকে অর্থ নিয়ে তিনি ম্যাচ পাতিয়েছেন বলে জানান। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ২০০০ সালের পর থেকে ম্যাচ পাতানো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠলে এর সঙ্গে সংশ্লিষ্ট বেশির ভাগ বাজিকরই ভারতীয় বংশোদ্ভূত বলে আলোচনা হয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status