খেলা

‘লড়াকু’ খাজার আক্ষেপ

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

উসমান খাজার ব্যাটিং বীরত্বে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ড্র করে অস্ট্রেলিয়া। কিন্তু সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে দলের আরেকটি লড়াইয়ে ব্যাটিংয়ে নামা হয়নি তার। বাম হাঁটুর ইনজুরির কারণে দ্বিতীয় ইনিংসে মাঠের বাইরে থাকেন ওপেনার খাজা। প্রথম ইনিংসে ৩ রান করে আউট হন তিনি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেন খাজা। প্রথম ইনিংসে ৮৫ রান করে আউট হন। আর দ্বিতীয় ইনিংসে ছাড়িয়ে যান নিজেকে। ম্যাচ বাঁচানো সেঞ্চুরিতে ১৪১ রানের অবিস্মরণীয় ইনিংস উপহার দেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৪৬২ রানের টার্গেটে ১৩৬/৩ সংগ্রহ নিয়ে পঞ্চম দিন শুরু করে অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর টেস্টে ৩৬২/৮ সংগ্রহ নিয়ে ড্র নিশ্চিত করে অজিরা। খাজার পাশাপাশি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক টিম পেইন। ব্যক্তিগত ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। দুই ম্যাচ সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক খাজা। তিন ইনিংস ব্যাট করে ২২৯ রান করেন তিনি। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ১৯০ রান নিয়ে দ্বিতীয় স্থানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status