বিশ্বজমিন

ভারতে তিতলির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭, ৩০ কোটি ডলারের ক্ষতি

মানবজমিন ডেস্ক

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ২:৫৩ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় তিতলির আঘাতে ভারতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭। গত ১১ অক্টোবর ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে আঘান হানে তিতলি। নিহতদের মধ্যে ৩৯ জনই ওড়িশার গজপতি রাজ্যের। রাজ্যটির স্থানীয় সরকারের কর্মকর্তারা ঘূর্নিঝড়ে নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। রাজ্য সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, তিতলির কারনে প্রায় ৩০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, তিতলির আঘাতে রাজ্যজুরে গাছ-পালা ও বৈদ্যুতিক খুটি উপড়ে পড়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। একইসঙ্গে সেখানে অসংখ্য মানুষের বসতবাড়িও ধ্বংস হয়ে গেছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এপি পাধি জানিয়েছেন, ঝড়ের পর উদ্ধারাভিজান সন্তোষজনক গতিতে আগাচ্ছে। ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। বিশেষ মেডিকেল টিম রাজ্যজুরে চিকিৎসা প্রদান করছে। এদিকে তিতলির ক্ষতি কাটিয়ে উঠতে ওড়িশা সরকার কেন্দ্রের কাছে ১০০০ কোটি রূপি সাহায্য চেয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, তিতলিতে মোট ২৭৭৫ কোটি রূপির ক্ষতি হয়েছে এবং ৬০ লক্ষাধিক মানুষ এতে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে, ওড়িশার মুখ্যমন্ত্রী নাভিন পাটনাইক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে চিঠি লিখেছেন। তাতে বলা হয়েছে, ওড়িশার কমপক্ষে ৫৮০০০ বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। রাজ্যের আমন্ত্রনে কেন্দ্র থেকে পর্যবেক্ষকদের একটি দল গজপতি জেলা পরিদর্শন করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status