শেষের পাতা

বিজয়া দশমী আজ

স্টাফ রিপোর্টার

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১০:০৯ পূর্বাহ্ন

শুভ বিজয়া দশমী আজ। শারদীয় দুর্গোৎসবের শেষদিন। গতকাল ছিল মহানবমী। মহানবমী পূজা শুরু হয় সকাল সাড়ে ৬টায়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আরতি প্রতিযোগিতা। দিনভর চলেছে চণ্ডীপাঠ আর ভক্তদের কীর্তনবন্দনা। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের চতুর্থ দিন বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে মহানবমী উদযাপিত হয়। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা অপশক্তি অসুর বধের দৃঢ় প্রতিজ্ঞায় মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বিহিত পূজার মাধ্যমে মহানবমীর আনুষ্ঠনিকতা শুরু হয়। ভক্তরা সকাল থেকেই নগরীর পূজামণ্ডপগুলোতে ঘুরে-ঘুরে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ ও পূজা-অর্চণা করেন। নগরীর মণ্ডপে মণ্ডপে দেখা যায় উৎসবের আমেজ। সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়। পরের দিন মঙ্গলবার সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে উদযাপিত হয় মহাসপ্তমী পূজা, যা দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। বুধবার কুমারী পূজার পর হয় মহাঅষ্টমীর সন্ধিপূজা। আজ সকালে দর্পণ-বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status