শেষের পাতা

‘ঘ’ ইউনিটের ফলের সুরাহা চায় ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১০:০৪ পূর্বাহ্ন

যাচাই-বাছাই সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবি করেছে ছাত্রলীগ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ দাবি করে। এতে তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- যাচাই বাছাই সাপেক্ষে পরীক্ষা পুনরায় নেয়া অথবা উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ভর্তি পরীক্ষার ব্যাপারে স্পষ্ট প্রশাসনিক সিদ্ধান্তে আসা; ডিজিটাল জালিয়াতি বা প্রশ্নফাঁস বা যেকোনো ধরনের অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেয়া; স্পষ্ট তথ্য-প্রমাণ সাপেক্ষে জালিয়াতি, প্রশ্ন ফাঁস বা অসদুপায়ের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেয়া এবং আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত ভর্তি পরীক্ষার স্বার্থে শিক্ষাবিদ, সিনেট, সিন্ডিকেট, অংশীজন এবং ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে পলিসি ডিবেটের মাধ্যমে ভর্তি পরীক্ষা পদ্ধতির সংস্কার করা। এর আগে গত বুধবার রাতে রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থী আখতার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে একাত্মতা পোষণ করে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হুসাইন উপস্থিত ছিলেন। এসময় ছাত্রলীগ নেতারা আখতারের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পাশাপাশি তাকে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রক্টরের সঙ্গে কথা বলে এর সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান কামনা করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক। পরে তিনি সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ সবসময় ন্যায়ের পাশে থাকবে। তাতে কেউ যদি বিব্রত হয় কিছু আসে যায় না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status