খেলা

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচ

দলে থাকা না থাকাদের পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:২৯ পূর্বাহ্ন

আজ প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে মিশন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এ প্রস্তুতি ম্যাচটি মূলত বাংলাদেশ জাতীয় দলে থাকা-না থাকা ক্রিকেটারদের জন্য বড় পরীক্ষা। দলের নেতৃত্ব দিবেন ওয়ানডে দলে জায়গা না পাওয়া সৌম্য সরকার। এছাড়াও দলে প্রথমবার সুযোগ পাওয়া ফজলে রাব্বি মাহমুদও খেলবেন এই দলে। এছাড়াও ওয়ানডে দলে থাকা আরিফুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিনও প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন আস্থার প্রতিফলন দেখাতে। অধিনায়ক সৌম্য ছাড়াও দল থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকতেরও রয়েছে এই ম্যাচে পারফরম্যান্স দিয়ে ফিরে আসার দারুণ সুযোগ। সুযোগ রয়েছে তরুণ জাকির হাসান, আফিফ হোসেন, মিজানুর রহমান, এবাদত হোসেন ও নাঈম হাসানদের জন্যও। প্রধান কোচ স্টিভ রোডস দারুণ আত্মবিশ্বাসী দল থেকে বাদ পড়ারা ফিরে আসবেন পারফরম্যান্স দিয়ে। বিশেষ করে তার আশাবাদ সৌম্য ও মুমিনুলকে নিয়ে। যদিও মুমিনুল বিসিবি একাদশে নেই। তারপরও কোচ মনে করেন দল থেকে বাদ পড়ে তারা হতাশ না হয়ে ফিরে আসার লড়াই করবেন। কোচ বলেন, ‘যখন কোনো খেলোয়াড় দল থেকে বাদ পড়ে, সে একাকিত্ব বোধ করে, মানসিকভাবে ধাক্কা খায়, হতাশ হয়। ভাবে আমি বোধহয় অবহেলিত। সৌম্য-মুমিনুল এমনটা ভাববে, সেটা আমরা আশা করি না। দলে ফেরার সামর্থ্য তাদের আছে। মোসাদ্দেকও বাদ পড়েছে। আমি (কাল) প্রস্তুতি ম্যাচ দেখতে যাবো। সৌম্য জাতীয় লীগে দুটি ৭০ রানের ইনিংস ও ৫ উইকেট পেয়েছে শুনে খুব খুশি হয়েছি। তার সঙ্গে কথা হয়েছে।’
আজ প্রস্তুতি ম্যাচে দলে নেই সিনিয়র কোনো ক্রিকেটার। যে কারণে সৌম্য ছাড়াও সব তরুণ ও নতুনদের সামনে দারুণ সুযোগ নিজেদের প্রমাণ করার। কারণ সামনেই আছে টেস্ট সিরিজ। এখানে পারফরম্যান্স করতে পারলে দলে ফেরার সুযোগ থাকবে। বিশেষ করে আজ বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে  মোসাদ্দেক হোসেন সৈকতের জন্যও। এশিয়া কাপে দলে ছিলেন তিনি কিন্তু সুযোগ পেয়েও নিজের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আরিফুল হক এশিয়া কাপে দলে থাকলেও এক ম্যাচও খেলার সুযোগ পাননি। তবে দেশে ফিরে জাতীয় লীগে হাঁকিয়েছেন ডবল সেঞ্চুরি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status