বাংলারজমিন

গোয়াইনঘাটে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:১৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন তার অধীনস্থ কর্মচারীরা। নিজ প্রতিষ্ঠানের নারীকর্মীদের কু-প্রস্তাব এবং তাদের শ্লীলতাহানির চেষ্টাসহ নানা অভিযোগ উঠেছে। আত্মসম্মান নিয়ে চাকরি করতে ৩ নারী মাঠকর্মী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিলেও তার বিরুদ্ধে কর্তৃপক্ষ তরফে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ ঘটনায় ৭ই সেপ্টেম্বর স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বরাবরে অনুরুপ আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়। ৪৪ জন নারী এবং পুরুষ কর্মী স্বাক্ষরিত স্মারকলিপিতে তারা আত্মসম্মান নিয়ে চাকরি করার পরিবেশ ফিরিয়ে আনাসহ উক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি করেন। জানা যায় যে, গোয়াইনঘাটে পরিবার-পরিকল্পনা কর্মকতার (ভারপ্রাপ্ত) মহিতোষ মজুমদারের বিরুদ্ধে একই অফিসের  মাঠকর্মী ক্লিনিক, নন ক্লিনিক কর্মচারীরা নারী কর্মীদের প্রতি অশালীন আচরণ, অশ্লীল উক্তি ব্যবহার অকথ্য ভাষা প্রয়োগ এবং কু-প্রস্তাব প্রদানের অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে উক্ত কর্মকর্তা উক্ত বিভাগের নারী মাঠকর্মীদের অনৈতিক প্রস্তাবসহ তাদের শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় দীর্ঘদিন থেকে নারী মাঠকর্মীসহ কর্মরতরা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। বিক্ষুব্ধরা স্মারকলিপির অভিযোগটি তদন্ত সাপেক্ষ জড়িত দ্রুত পরিবার পরিকল্পনা কর্মকতার (ভারপ্রাপ্ত) মহিতোষ মজুমদারের ব্যবস্থা নেয়ার দাবি জানান। একই দিন তারা (৩রা সেপ্টেম্বর)  সিলেটের বিভাগীয় পরিচালক বরাবরে আবেদন দিয়ে জেলা ও উপজেলা পরিষদ প্রশাসনকে অনুলিপি দেন। ওইদিন ও জেলা কর্মকর্তা বরাবরে ৩ জন নারীকর্মী তাদের সঙ্গে আপত্তিকর প্রস্তাবের কথা লিখিতভাবে জমা দেন। এরপর থেকে বিতর্কিত উক্ত কর্মকর্তা নানাভাবে তাদের ম্যানেজ করতে চেষ্টা চালান।
এমনকি তাদের চাকরি হারানোর ভয় দেখান বলেও নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মী জানান। তারা বলেন, এ ধরনের অভিযোগ স্বশরীরে উপস্থিত হয়ে ৮/৯ মাস আগে কর্তৃপক্ষ বরাবরে করেও শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় বিতর্কিত কর্মকর্তা তার নোংরা আচরণ অব্যাহত রেখেছেন এবং অধীনস্থরা এখনো প্রতিদিন তার  কুরুচিপূর্ণ আচরণের শিকার হতে হচ্ছে।
 অভিযুক্ত ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এ ব্যাপারে সিলেটের বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক কুতুব উদ্দিন ও উপ-পরিচালক ডা. লুৎফুন নাহার অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, মহিতোষ মজুমদারের বিরুদ্ধে আইগত অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্ত ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status