বিনোদন

আলাপন

‘ডাবিং করতে গিয়ে বেশ ভয় পেয়েছিলাম’

কামরুজ্জামান মিলু

১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

এ ধরনের চরিত্রে আাগে কাজ করিনি। ভৌতিক এ ছবিটি করতে গিয়ে শুটিংয়ের সময় অর্থাৎ অ্যাকটিং করতে গিয়ে তেমন ভয় পাইনি। কিন্তু ডাবিং করতে গিয়ে বেশ ভয় পেয়েছিলাম। কিছু দৃশ্যে তো লাইট জ্বালিয়ে ডাবিং করেছি। এ ছবিতে আমার চরিত্রের নাম মারিয়া। দর্শক ছবিটি পছন্দ করবে বলে মনে করছি-কথাগুলো বলছিলেন অভিনেত্রী জাকীয়া বারী মম। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন এই লাক্সতারকা। আসছে ৯ই নভেম্বর তার অভিনীত ‘স্বপ্নের ঘর’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে বুধবার একটি প্রেস শোর আয়োজন করেন ছবির নির্মাতা তানিম রহমান অংশু। এর আগে ছবিটি নিয়ে কথা বলেন মম। ‘স্বপ্নের ঘর’ একটি ভৌতিক গল্পের ছবি। এ সময়ে জয়া আহসানের ‘দেবী’সহ আরো কিছু ছবি প্রেক্ষাগৃহে চলছে। এমন সময় এ ছবিটি দর্শক কতটুকু গ্রহণ করবে জানতে চাইলে মম বলেন, আমি একজন অভিনয়শিল্পী হিসেবে ছবির চরিত্র ও গল্প নিয়ে ভেবে কাজটি করেছি। আমার কাছে ভিন্ন ধরনের কনসেপ্ট মনে হয়েছে। কারণ এখন দর্শকরা ভৌতিক গল্পের ছবি বেশ এনজয় করে। বিশেষ করে হলিউডে এ ধরনের অনেক ছবি রয়েছে। তবে বাংলাদেশে আমরা এ ধরনের ছবি নিয়ে প্রথমবার হাজির হচ্ছি। তাই আমি আশাবাদী। আর মার্কেট সার্ভের বিষয়টি দেখা আমার কাজ না। একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব আলাদা গল্পের, আলাদা চরিত্রের কাজ দর্শকদের উপহার দেয়া। সেটাই আমি করেছি। মম আরো বলেন, দর্শক এখন অনেক স্মার্ট। তারা ভালো কাজ বা ভিন্নকিছু পেলে অবশ্যই তা গ্রহণ করবে। সেদিক দিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এটি একটি ভিন্ন ধরনের ছবি যা দেখে তাদের ভালো লাগবে। এ ছবিতে মমর বিপরীতে আনিসুর রহমান মিলন অভিনয় করেছেন। মম এর আগে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘ছুঁয়ে দিলে মন’, 'আলতা বানু' নামের চারটি ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলোতে তার অভিনয় দর্শক বেশ পছন্দ করেছেন। বিশেষ করে শিহাব শাহীন পরিচালিত আরিফিন শুভর বিপরীতে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি মুক্তির পর বেশ সাড়া পান মম। ‘স্বপ্নের ঘর’ হতে যাচ্ছে তার পঞ্চম ছবি। এ ছবির বাইরে ছোটপর্দার কাজ নিয়েও বেশ ব্যস্ত এখন মম। সম্প্রতি তার অভিনীত ‘কাঁচের পুতুল’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হয়েছে এনটিভিতে। এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন এবং পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এ বিষয়ে মম বলেন, এটি প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি। যে রকম গল্পে আর চরিত্রে কাজ করতে চাই, এটা সে রকমই একটা গল্প। এক মেয়ের জীবন ঘিরে পুরো গল্প এগিয়েছে। একটা মেয়ের জার্নি হলেও চরিত্রটা বেশ আলাদা। আর আমার মনে হয় খুব বেশি আজেবাজে কাজ করার চেয়ে চার-পাঁচটা ভালো কাজ করা ভালো। মানে ভালো চিত্রনাট্য, ভালো পরিচালক, ভালোভাবে তা পরিবেশনা-এই তো এসব কিছু মিললেই কাজ ভালো হয় এবং দর্শকও সেই কাজটি দেখতে বেশ পছন্দ করেন। ছোটপর্দার খন্ড নাটকে তাকে বেশি দেখা গেলেও ধারাবাহিক নাটকে অনেক কম তাকে দেখা যায়। অনেকদিন পর দর্শকরা তাকে ‘কাঁচের পুতুল’ ধারাবাহিক নাটকে দেখছেন। এদিকে এরইমধ্যে অভিনয়ে বারোটি বছর পার করেছেন লাক্সতারকা জাকীয়া বারী মম। কেমন লাগছে এবং সামনে নতুন খবর কি আছে জানতে চাইলে তিনি বলেন, বেশ ভালোই লাগছে। অনেক বছর এরইমধ্যে কেটে গেছে। তবে হিসেব কষে এতটা বছর হলেও আমার মনে হয় এই তো কিছুদিন আগে শুরু করেছি। আর এই পথ চলায় মানুষের অনেক অনেক বেশি ভালোবাসাও পেয়েছি। আর নতুন খবর আপাতত নেই। আমার নতুন ছবি ‘স্বপ্নের ঘর’ দর্শকরা দেখুক এটাই চাওয়া থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status