খেলা

বিশ্বকাপ হাতে নিয়ে আপ্লুত নান্নু

স্পোর্টস রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

আগামী বছর ইংল্যান্ডে বসবে ওয়ানডে বিশ্বকাপ আসর। যেখানে বাংলাদেশও লড়াই করবে বিশ্বকাপ ঘরে তোলার স্বপ্ন নিয়ে। অবশ্য তার আগেই বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি এসেছে বাংলাদেশ সফরে। ছুঁয়ে দেখেন মাশরাফি বিন মুর্তজাসহ জাতীয় দলের ক্রিকেটাররা। গতকাল মিরপুর শেরে বাংলা মাঠে ট্রফি হাতে তুলে নেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। বিশেষ করে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ট্রফি হাতে নিয়ে আবেগাপ্লুত হন। সেই সঙ্গে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন একদিন বাংলাদেশে আসবে বিশ্বকাপের ট্রফি। তিনি বলেন, ‘একদিন এই বিশ্বকাপ ট্রফি অবশ্যই আমাদের ঘরে আসবে। এখন আমরা যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি তাতে অবশ্যই সামনের বিশ্বকাপে ভালো ফল আশা করি। বিশ্বকাপ শব্দটাই অন্যরকম। এটা ইয়াং স্টারদের সব সময়ই উজ্জীবিত করে। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপে আমরা ভালো করবো।’
ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে খুব বেশিদিন বাকি নেই। আসছে বছরের ৩০শে মে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে ওয়ানডে বিশ্বকাপের জমজমাট আসর। গতকাল জিম্বাবুয়ে সিরিজের জন্য অনুশীলন ক্যাম্পে থাকা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও স্টাফরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন। আজ সর্বসাধারণের প্রদর্শনের জন্য ট্রফি রাখা হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে সেখানে। ১৯শে অক্টোবর ট্রফি চলে যাবে সিলেটে। সেখানেও সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপ ট্রফি। ২০শে অক্টোবর ট্রফি যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরদিন বাংলাদেশ থেকে নেপালে নিয়ে যাওয়া হবে ট্রফি। গত ২৭শে আগস্ট ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি, ৯ মাসে মোট ২১টি দেশের ৬০টি শহর ভ্রমণ করবে ট্রফিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status