খেলা

প্রস্তুতি ম্যাচের অধিনায়ক সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর বিসিবি একাদশের অধিনায়ক করা হয়েছে সৌম্য সরকারকে। ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন এই বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান। হারানো ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ২৫ বছর বয়সী সৌম্য। খুলনা বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) প্রথম রাউন্ডে রাজশাহীর বিপক্ষে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি উপহার দেন তিনি। সবশেষ রংপুরের বিপক্ষে তৃতীয় রাউন্ডের দুই ইনিংসে করেন ৭৬ ও ৭১ রান। আর গতকাল সৌম্য বল হাতে দেখান পাঁচ উইকেটের কৃতিত্ব। আজ শেষ হবে এনসিএলের তৃতীয় রাউন্ড। আগামীকাল সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে মোকাবিলা করবে সৌম্যের দল। সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা। মিরপুরে আগামী ২১শে অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরবর্তী দুই ম্যাচ হবে চট্টগ্রামে যথাক্রমে ২৪ ও ২৬শে অক্টোবর। সিলেটে আগামী ৩রা নভেম্বর দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। তার আগে ২৯শে অক্টোবর থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেবে দু’দল। আর ঢাকায় দ্বিতীয় টেস্ট ১১ই নভেম্বর থেকে। হাতের চোটের কারণে সাকিব আল হাসান খেলার বাইরে। আর সাকিবের অনুপস্থিতিতে টেস্টে অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন সৌম্য সরকার। আর এবারের এশিয়া কাপেও সৌম্যকে বাইরে রেখেই দল ঘোষণা করেন নির্বাচকরা। তবে তামিম ইকবাল ইনজুরি নিয়ে দেশে ফিরে এলে আরব আমিরাতে উড়িয়ে নেয়া হয় মুমিনুল হক ও সৌম্য সরকারকে। এশিয়া কাপের মাঝপথে চোট নিয়ে দেশে ফেরেন দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। এতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে সুযোগ পান সৌম্য সরকার। ‘০’ রানে সৌম্য বিদায় নিলেও পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ফাইনালে ৩৩ রান আসে সৌম্যের ব্যাট থেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status