খেলা

ব্রাজিলের বিপক্ষে হেরেও গর্বিত আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপের পর ‘নতুন আর্জেন্টিনা’ দলের পথচলা শুরু। লিওনেল মেসি থেকে শুরু করে সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, এভার বানেগার মতো সিনিয়র খেলোয়াড়রা দলে নেই। আর পাউলো দিবালা, মাউরো ইকার্দি, অ্যাঞ্জেল কোরেয়াদের সমন্বয়ে তরুণ দল গঠন করেন ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি। সবশেষ প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ১-০ গোলে হার দেখে আর্জেন্টিনা। আর্জেন্টাইনরা একমাত্র গোলটি হজম করে ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। আর হেরেও দল নিয়ে গর্বিত স্কালোনি। শিষ্যদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি। সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবারের ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আজ আমার খেলোয়াড়রা যে পারফরমেন্স দেখিয়েছে তাতে পুরো বিশ্বকে আমরা চ্যালেঞ্জ জানাতে পারি। এই ফলাফল গৌণ। কিন্তু এর মানে এই নয় যে, এভাবে হেরে যাওয়া কষ্ট দেয়নি। তরুণরা ম্যাচে উত্তেজনা তৈরি করেছে এবং তাদের প্রচেষ্টা ছিল অবিশ্বাস্য। তারা দল হয়ে খেলেছে। এদের নিয়ে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত।’ জেদ্দার কিং বাদশাহ আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো ম্যাচ দেখতে গ্যালারিতে দর্শকের কমতি ছিল না। শেষ মুহূর্তের নাটকীয়তার আর্জেন্টিনাকে হতাশ করে শিরোপা উল্লাসে মাতে নেইমারের দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা থাকে গোলশূন্য। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রক্ষণভাগের দুর্বলতার খেসারত দেয় আর্জেন্টিনা। নেইমারের কর্নার কিক থেকে ফাঁকায় থাকা ডিফেন্ডার মিরান্ডা হেডে বল জালে জড়ান। প্রথমার্ধেই ব্রাজিলকে লিড এনে দিতে পারতেন মিরান্ডা। গোললাইন থেকে তার শট ব্লক করেন আর্জেন্টাইন সেন্টারব্যাক নিকোলাস ওটামেন্ডি। আর্জেন্টিনাও গোলের সুযোগ পায়। মিডফিল্ডার জিওভানি লো সেলসোর শট পোস্টের পাশ দিয়ে যায়। আর দিবালার ফ্রি-কিক ছুঁয়ে যায় ক্রসবার। ৬৩% বল দখলে রাখে সেলেসাওরা। পুরো ম্যাচে দুই দল মিলে ২৩টি শট নেয়। এর বেশিরভাগই ছিল দ্বিতীয়ার্ধের শেষ দিকে। কিন্তু নেইমার-জেসুস-কুটিনহোদের ১২ শটের মধ্যে অনটার্গেটে শট ছিল মাত্র ৪টি। আর ইকার্দি-দিবালাদের ১১ শটের ১০টিই লক্ষ্যভ্রষ্ট। ব্রাজিল যোগ্য দল হিসেবে জিতেছে বলে নিজের অভিমত ব্যক্ত করেন কোচ লিওনার্দো বাচ্চি তিতে। তিনি বলেন, ‘আর্জেন্টিনা গোলের সুযোগ তৈরি করে জয়ের চেষ্টা করেছে। কিন্তু ব্রাজিল তাদের চেয়ে ভালো ছিল এবং দলীয় পারফরম্যান্সের পুরস্কার এই গোল।’
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মধুর প্রতিশোধও নেয়া হয়ে গেল ব্রাজিলের। মেলবোর্নে গত বছরের জুনে সুপারক্লাসিকোতে আর্জেন্টিনার কাছে ১-০ গোলেই হার দেখে ব্রাজিল। মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লাটাও বাড়লো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ১০৫ বারের সাক্ষাতে ৪১ ম্যাচে ব্রাজিল ও ৩৮ ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। ড্র হয় ২৬ ম্যাচ। রাশিয়া বিশ্বকাপের পর চারটি প্রীতি ম্যাচেই জয় পেল ব্রাজিল। অন্যদিকে মিশ্র অভিজ্ঞতা নেয় আর্জেন্টিনা। সৌদি আরবে নিজেদের আগের ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারায় ব্রাজিল। আর ইরাককে ৪-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। তার আগে যুক্তরাষ্ট্র সফরে গুয়েতেমালাকে ৩-০ গোলে হারানোর পর কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে মেসিবিহীন আর্জেন্টিনা। আর স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারানোর পর এল সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তিতের শিষ্যরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status