দেশ বিদেশ

ক্রিমিয়ায় কলেজে বোমা বিস্ফোরণ নিহত ১৮

মানবজমিন ডেস্ক

১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার একটি কলেজে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। নিহত ও আহতদের মধ্যে বেশির ভাগই টিনেজার। সেখানকার কৃষ্ণসাগর অঞ্চলে গতকাল এ হামলার হয়। প্রাথমিকভাবে হামলাকারী একজন বলে ধারণা করা হচ্ছে। সে ওই কলেজের ক্যাফেটরিয়ায় বোমা বিস্ফোরণ ঘটায়। হতাহতরা এ সময় ক্যাফেটরিয়ায় অবস্থান করছিল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্রিমিয়ার এ অঞ্চলটি চার বছর আগে ইউক্রেনের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। সেখানকার রুশ সমর্থিত প্রশাসনের প্রধান সের্গেই অ্যাক্সিনভ বলেন, কলেজের এক ছাত্রকে প্রধান সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে। হামলার পর সে নিজেও আত্মহত্যা করেছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণে হতাহতদের সবাই কিশোর শিক্ষার্থী। নিরাপত্তাকর্মীরা এ বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, কলেজের পাশে সশস্ত্র নিরাপত্তাকর্মী ও সেনাবাহিনীর সাঁজোয়া যান টহল দিচ্ছে। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে আরো সেনাসদস্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সইগু। সিএনএন লিখেছে, ওই কলেজটি ক্রিমিয়ার কেরস শহরে অবস্থিত। সেখানে অজ্ঞাত এক বিস্ফোরকের ডিভাইস বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার ন্যাশনাল এন্টি টেরোরিজম কমিটি। ওই কলেজের নাম কেরস পলিটেকনিক কলেজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status