দেশ বিদেশ

ময়মনসিংহ সিটিতে প্রশাসক নিয়োগ

স্টাফ রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ পেয়েছেন বিলুপ্ত পৌরসভার সাবেক মেয়র ইকরামুল হক। গতকাল স্থ্থানীয় সরকার বিভাগ থেকে তার নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯’ অনুযায়ী এ নিয়োগের মেয়াদ সর্বোচ্চ ১৮০ দিন বা ছয় মাস। এর আগে গত সোমবার ময়মনসিংহ সিটি করপোরেশন গঠন করে এর গেজেট প্রকাশ করে সরকার। এ ছাড়া ২রা এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দেয়। এটা দেশের ১২তম সিটি করপোরেশন। ময়মনসিংহের সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন (বয়ড়া ও আকুয়া) সম্পূর্ণ ও ছয়টি ইউনিয়নকে (খাগদহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়ার আংশিক পল্লী এলাকা) পৌরসভার অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশনের এরিয়া নির্ধারণ করা হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের পরিধি ৯১ দশমিক ৩১৫৫ বর্গকিলোমিটার। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব পাঁচ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা চার লাখ ৭১ হাজার ৮৫৮ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status