অনলাইন

ঝিনাইদহে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ৩:৩৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: গোলাম আযম এ রায় দেন। তবে দন্ডপ্রাপ্ত সবাই পলাতক রয়েছে। মামলার অন্য এক আসামীকে খালাস দেয়া হয়েছে।
দন্ডিতরা হলেন-মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে সুজন, আইয়ুব আলীর ছেলে ইকরামুল শাহ ওরফে চেন্টু ও স্বরূপপুর এলাকার মৃত নিমাই সরকারের ছেলে কেষ্ট সরকার।
মামলা বিররণে জানা যায়, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর গভীর রাতে মহেশপুর উপজেলার বেগমপুর এলাকা থেকে একটি নসিমন তল্লাসী করে ৮২ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ। এসময় আটক করা হয় সুজন, চেন্টু ও কেষ্টকে। এ ঘটনায় পুলিশ ওইদিন মহেশপুর থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন। মামলার অন্য আসামী হাসানকে খালাস দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status