অনলাইন

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে শাবি শিক্ষককে শোকজ

শাবি প্রতিনিধি

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ২:৫৫ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ২১০তম সিন্ডিকেট সভায় তাকে কারণ দশার্নোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়।  


সিন্ডিকেট সূত্রে জানা যায়, পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরোত্তর ছুটিতে থাকা অধ্যাপক ড. হাবিবুল আহসানের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ করেন একই বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী এবং অধ্যাপক ড. শামসুন নাহার বেগম। বিশ^বিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) থেকে ব্যয় বাবদ ওই দুই অধ্যাপকের স্বাক্ষর জালিয়াতি করে ড. হাবিবুল আহসান টাকা উত্তোলন করে বলে অভিযোগে বলা হয়। এ বিষয়ে সিন্ডিকেট অধ্যাপক ড. হাবিবুল আহসানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশ এবং কারণ দশার্নোর নোটিশের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানা যায়।


এ বিষয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান জানান, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সিন্ডিকেট থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ এবং তদন্তের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেবে সিন্ডিকেট বলে তিনি জানান। যোগাযোগ করা হলে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি অধ্যাপক ড. হাবিবুল আহসান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status