বাংলারজমিন

গ্রেনেড হামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রহস্যাবৃত: রিজভী

স্টাফ রিপোর্টার

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ৯:১৮ পূর্বাহ্ন

একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে শুরু থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আচরণ, বক্তব্য ও মন্তব্য সামঞ্জস্যহীন ও রহস্যাবৃত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। তিনি বলেন, একুশে আগস্টে মুক্তাঙ্গনে সমাবেশ করার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ৩ দিন ধরে প্রচার প্রচারণা চালালো। আর সমাবেশের দিন হঠাৎ সিদ্ধান্ত বদল করে কেন দলীয় অফিসের সামনে গেলো? এতে কারো বুঝতে বাকি থাকে না যে, এর মধ্যে কোনো দুরভিসন্ধি কাজ করেছে। রিজভী বলেন, পুলিশ যখন দেখলো তাদের না জানিয়ে সমাবেশ করছে তখন মতিঝিল থানার ওসি নিয়মমাফিক একটি জিডি করে। অল্প সময় হাতে পেলেও পুলিশের নিয়ম অনুযায়ী পুলিশ সেখানে যায়। মামলার বিচারিক কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি বিবেচনায় আনা হয়নি, অথচ ফরমায়েসি রায় চাপিয়ে দেয়া হলো। এটা আইন, বিচার ও প্রশাসনকে প্রতিহিংসা পূরণের হাতিয়ার করে আওয়ামী লীগের ক্রমান্বয়ে দানবীয় আত্মপ্রকাশ জাতির জীবনপ্রবাহ রুদ্ধ করার অভিঘাত। রিজভী বলেন, সত্য ঘটনাকে মিথ্যা হিসেবে অভিহিত করা আর মিথ্যাকে সত্য বলা আওয়ামী লীগের আদর্শিক চেতনা। জনগণকে তারা এতটাই অপাঙক্তেয় মনে করে যে, তারা মনে করে, তাদের ধোঁকাবাজি জনগণ টের পাবে না। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বাতিল করতে হবে এবং আওয়ামী লীগ নেতা ও নৌকার মনোনয়ন প্রত্যাশী কাহার আকন্দকে বাদ দিয়ে নিরপেক্ষভাবে পুনঃতদন্ত করে পুনরায় বিচার কার্যক্রম শুরু করার জোর দাবি জানাচ্ছি। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের তথ্য তুলে ধরে তিনি বলেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গেন্ডারিয়া থানা যুবদলের সহসভাপতি রাজিবকে পুলিশ গ্রেপ্তার করেছে। বগুড়ার শাহজাহানপুর থানা বিএনপির সভাপতি আবুল বাশার, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান, সিনিয়র সহসভাপতি শহীদ, সাংগঠনিক সম্পাদক রিপন, যুবদল নেতা মঞ্জু, মজনু, কাশেম ও রুবেলসহ মোট ৮ জন ঢাকা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার পর মতিঝিল থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এম এ মুহিবুর, সহসাংগঠনিক সম্পাদক আমির, মজিদ, সাহিত্য সম্পাদক ফয়সাল আহমেদসহ ৩১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে পুলিশ। এ ছাড়া, যুবদল নেতা রুটিন আহমেদকে গ্রেপ্তার করেছে। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মওদুদুল হককে মিছিল থেকে পুলিশ গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা জাহিদ হোসেন বিপ্লবকে পুলিশ গ্রেপ্তার করেছে। বরিশাল উত্তর যুবদল নেতা জাকির পাইককে পুলিশ গ্রেপ্তার করেছে। ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সেলিম, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সহসভাপতি ফখরুল ইসলামের বাড়িতে পুলিশ হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। কুষ্টিয়া জেলার মিরপুর থানার কোরশা ইউনিয়ন বিএনপি নেতা ও নির্বাচিত ইউনিয়ন পরিষদ মেম্বার মো. সিরাজ, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মুরাদ, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকের বাড়িতে পুলিশ তল্লাশির নামে বাড়ির আসবাবপত্র, পানির মোটর, চুলা ও টিউবওয়েলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এ ছাড়া সোহেল আহমেদ মানিকের পিতা মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করে। যদিও থানায় নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। আমি দলের পক্ষ থেকে নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। ব্রিফিংয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status