অনলাইন

ঢাবির ‘ঘ’ ইউনিটে পাসের হার ২৬.২১ শতাংশ

স্টাফ রিপোর্টার

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৪:৪৫ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৬.২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে ।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক আখতারুজ্জামান । ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৭০ হাজার ৪৪০জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। যা অন্যান্য বারের তুলনায় পাসের হার প্রায় দ্বিগুণ। এদিকে ২০১৭-১৮ সেশনে ঘ ইউনিটে সম্মিলিত পাসের হার ছিল ১৪. ৩৫ শতাংশ।

উল্লেখ্য, গত শুক্রবার ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এই প্রশ্নের সাথে ভর্তি পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। তারপর গতকাল এক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘ ইউনিটের ফল প্রকাশ স্থগিতের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ। গত ১২ই অক্টোবর ‘ঘ’ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status