খেলা

মালিকানা বদল হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের!

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ১:৪৮ পূর্বাহ্ন

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা পরিবর্তন হতে পারে। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির বিখ্যাত দৈনিক ‘দ্য সান’ পত্রিকা। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগ্রহ দেখিয়েছেন ম্যানইউর মালিকানা কেনার ব্যাপারে। সালমানের পরিবার ৮৫০ বিলিয়ন পাউন্ডের মালিক। সেক্ষেত্রে মাত্র ৩ বিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা কেনাটা অরেকটাই সহজ ব্যাপার। শেষ পর্যন্ত সালমান ম্যানইউকে কিনে ফেললে আবুধাবি ভিত্তিক ম্যানচেস্টার সিটির মালিকরা খানিকটা প্রতিদ্বন্ধিতার মধ্যে পড়ে যেতে পারেন। যদিও গেল কয়েক মৌসুমে ম্যানচেস্টার সিটির সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না ম্যানইউ। তার উপর হোসে মরিনহোর তত্ত্বাবধানে হাসফাঁস করছে ক্লাবটি। তবে সৌদির রাজপরিবার  শেষ পর্যন্ত ম্যানইউকে কিনে ফেললে দল বদল বাজারে দু’হাতে টাকা খরচ করার ক্ষেত্রে মরিনহোর কোনো সমস্যা হবে না। দ্য সান ম্যানইউর বিক্রির কথা বললেও স্কাই স্পোর্টস বলছে ভিন্ন কথা। তারা জানিয়েছে ম্যানইউ বিক্রির জন্য নয়। সেক্ষেত্রে বর্তমান মালিক গ্লেজার ফ্যামিলির কাছেই থাকছে রেড ডেভিলসদের মালিকানা। ২০০৩ সালে ম্যানইউর মালিকানা কিনে নেয় গ্লেজার ফ্যামিলি। সেই থেকে এখন পর্যন্ত তাদের কাছেই রয়েছে ১৪০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ক্লাবটির মালিকানা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status