অনলাইন

মধুপুরে ৪ দফা দাবিতে রাবার শ্রমিকদের ধর্মঘট

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৩:৫৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মধুপুর জোনের পাঁচ রাবার বাগানের পিচমিল টেপিং শ্রমিকরা ৪ দফা দাবিতে ধর্মঘট শুরু করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শ্রমিকদের।
জানা যায়, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন(বশিউক) এর আওতাধীন মধুপুর-শেরপুর জোনের পীরগাছা, চাঁদপুর, কমলাপুর, সন্তোষপুর ও কর্ণজোড়া রাবার বাগানের পিচমিল টেপিং শ্রমিকরা সোমবার সকাল থেকে টেপিং বন্ধ রেখে ধর্মঘট শুরু করে। ২০০০ সাল থেকে পিচমিল শ্রমিক হিসেবে নিয়োগ প্রাপ্ত যে সকল শ্রমিক বর্তমানে টেপিং কাজে সংযুক্ত আছে এবং কষ প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত শ্রমিকদের স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ, অস্থায়ী ভাবে পিচমিল নিয়ম বাতিল করে মাসিক মাস্টার রোল ভিত্তিক নিয়মিত শ্রমিকের সম পরিমাণ মজুরী প্রদান, কারখানায় শ্রমিকদের মাস্টার রোলে মাসিক ১৫ হাজার টাকা মজুরী প্রদান ও বাগানের যাতায়াতের জন্য মেইন রোড মেরামত পূর্বক ইট বিছানোসহ ৪ দফা দাবীতে পাঁচ রাবার বাগানের প্রায় ১৬শ শ্রমিক ধর্মঘটে অংশগ্রহণ করে। ৪ দফা দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সকাল থেকে পিচমিল টেপিং শ্রমিকরা পীরগাছা রাবার বাগানের শ্রমিক ইউনিয়নের ক্যাম্পাসে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

পিচমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম শানু বলেন, কারখানায় আমাদের শ্রমিকদের বেতন একেবারে কম। মাষ্টার রোল ভিত্তিক ১৫ হাজার টাকা মজুরী নির্ধারণের দাবি তার। সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ঈদের ছুটি নাই, শুক্রবারে বন্ধ নাই, বৃষ্টি হলে আমাদের কাজ নাই, আমরা কী ভাবে সংসার চলবে। শ্রম আইনে বেতন ভাতা প্রদানের দাবি তার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status