দেশ বিদেশ

কমিশনের অনুমোদন ছাড়াই ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল!

স্টাফ রিপোর্টার

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ১০:০০ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন ছাড়াই ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা জারি করেছে ইসি সচিবালয়। নির্দেশনা পেয়ে কাজ শুরু করেছে আঞ্চলিক ও জেলা কার্যালয়গুলো। ইতিমধ্যে ঢাকার আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের অধীন সকল জেলা নির্বাচন অফিসে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের জন্য চিঠি দেয়া হয়েছে। গত ২৬শে সেপ্টেম্বর ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল সিনিয়র জেলা ও জেলা নির্বাচন অফিসারদের এ চিঠি দেন। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয়ের মাসিক সমন্বয় সভায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মোতাবেক সচিবালয় থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা জারি করা হয়। এ বিষয়ে দুজন নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি। ইসি সূত্র জানায়, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের বিষয়ে কমিশন কোনো অনুমোদন দেয়নি। এটি পরবর্তীতে কমিশন সভায় অনুমোদন করিয়ে নেয়া হবে। মাসিক সমন্বয় সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নীতিমালা অনুসারে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের বিষয়ে সভার সভাপতি নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ নির্দেশনা প্রদান করেন। সভাপতি বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল এখন থেকেই প্রস্তুতের পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্যানেলে বিধি-বিধান ও নীতিমালা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করতে হবে। প্যানেলে কোনোভাবেই যেন বিতর্কিত কর্মকর্তা অন্তর্ভুক্ত না হন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সভায় সিদ্ধান্ত হয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ আওতাধীন জেলা নির্বাচন কর্মকর্তাগণকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। পরবর্তী সমন্বয় সভায় এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে হবে। সভা সূত্রে আরো জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকায় নির্বাচনী এলাকাভিত্তিক সিডি প্রস্তুত করে আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হচ্ছে মর্মে সভায় জানানো হয়। এসব সিডি যথাযথভাবে যাচাই করে নির্ধারিত তারিখের মধ্যে সচিবালয়কে অবহিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এ ছাড়া বর্তমানে নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, স্থানান্তর, সংশোধন আবেদন গ্রহণ সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা প্রদানের বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, কমিশনকে অবহিত না করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কারণে সম্প্রতি আপত্তি জানিয়েছিলেন চার নির্বাচন কমিশনার। তারা লিখিতভাবে সচিবের কাছে জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে জানতে চান। এ নিয়ে বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status