শিক্ষাঙ্গন

ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা

প্রশ্নফাঁসের অভিযোগে আটক ৬

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ৭:২৪ পূর্বাহ্ন

চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির অভিযোগে ৬জনকে আটক করেছে সিআইডি। এ ঘটনায় রবিবার শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে বিশ^বিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান। যেখানে আটক ৬জনসহ চক্রের অন্যদের আসামি করা হয়েছে।
আটককৃতরা হলেন- জাহিদুল ইসলাম (৪৫), ইনসান আলী রকি (১৯), মোস্তাাকিম হোসেন (২০), সাদমান সালিদ (২১), তানভির আহমেদ (২১), আবু তালেব (১৯)। বিষয়টি নিশ্চিত করে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, সিআইডি প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ৬ জনকে আটক করেছে। আটককৃতসহ আরো কয়েকজনের বিরুদ্ধে আমরা একটি মামলা করেছি। তাদের বিরুদ্ধে আরও তদন্ত করবে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে মামলার এজহারে প্রশ্নফাঁসের কথা স্বীকার করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে বলা হয়, ‘আসামিরা ১২/১০/২০১৮ (পরীক্ষার দিন রাত) ১২ টা ০৫ মিনিট থেকে সকাল ১১টা পর্যন্ত প্রশ্নফাঁস করে আসছে।’
এর আগে প্রশ্নফাঁসের ঘটনায় বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মু. সামাদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে ‘প্রশ্নফাঁস’ হওয়ায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেয়ার দাবি উঠেছে। এ দাবিতে গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ভর্তিচ্ছুরা ভর্তি পরীক্ষাটি বাতিলের দাবি করেছেন। ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেয়া হবে কিনা এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার প্রটোকল অফিসার মল্লিক জানান ‘স্যার মিটিংয়ে আছেন।’
অন্যদিকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. সাদেকা হালিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্ষুদে বার্তার মাধ্যমে ব্যস্ত আছেন বলে জানান।
বিশ^বিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসানের দায়েরকৃত মামলার এজহারে বলা হয়, ‘সিআইডের সাইবার ক্রাইম টিমের সহায়তায় ১৩ তারিখ রাত সাড়ে বারটার দিকে তাদেরকে আলামতসহ বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিরা ১২/১০/২০১৮ (পরীক্ষার দিন রাত) ১২ টা ০৫ মিনিট থেকে সকাল ১১টা পর্যন্ত প্রশ্নফাঁস করে আসছে। আসামিরা তাদের দখলে থাকা মোবাইল সিমকার্ড, ইন্টারনেট, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে বে-আইনিভাবে ডিজিটাল সিস্টেমে প্রবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র সংগ্রহ করে তা স্থানান্তর করে অবৈধভাবে অর্থ গ্রহণ করে আসছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status