ভারত

মিটু প্রশ্নর মুখে বলিউডের শাহেনশাহও

কলকাতা প্রতিনিধি

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ১১:১৯ পূর্বাহ্ন

মিটু ভারত জুড়ে দাবানল সৃষ্টি করেছে। শুধু অভিনয় জগতই নয়, করপোরেট জগত থেকে খেলার জগতেও আলোড়ন তুলেছে এই মিটু আন্দোলন। দেশের খ্যাতনামা মহিলারা সব সঙ্কোচ দূরে সরিয়ে তাদের উপর যৌন হেনস্থার কথা বলছেন বুক ফুলিয়ে। এবার বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও আঙ্গুল তোলা হয়েছে। সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট স্বপ্না ভবানি টুইটে অমিতাভকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনার সত্যিও এবার প্রকাশ্যে আসবে। আপনার ভন্ডামি বন্ধ হওযার সময় এসেছে। অমিতাভ বচ্চনকে  সরাসরি আক্রমণ করে ভবানি টুইটারে লিখেছেন, ‘পিঙ্ক’ মুক্তি পাওয়ার পর যে ভাবমূর্তিতে অমিতাভ জনপ্রিয় হয়েছেন সেটা যে কতবড় মিথ্যে তা না জানলে কেউ বুঝবেন না। যাঁরা তাঁর কাছে যৌন হেনস্থার স্বীকার হয়েছেন তাঁদের এবার মুখ খোলা উচিত। অমিতাভের একাধিক এমন ঘটনা নাকি তিনি ব্যক্তিগত ভাবে দেখেছেন এবং শুনেছেন বলে জানিয়েছেন। ভবানির সাফ কথা, মিস্টার বচ্চনের ভন্ডামির মুখোশ এবার খুলে দেয়া উচিত। তনুশ্রী দত্ত নানা পাটেকরের যৌন হেনস্থার ঘটনা নিয়ে সরব হওয়ার পর অমিতাভ বলেছিলেন, এই বিষয়ে আমি কিছু বলব না। কারণ আমি তনুশ্রীও নই, আবার নানা পাটেকরও নই। মন্তব্যটা সঠিক হয়নি বুঝতে পেরে তাঁর ৭৪ তম জন্মদিনে এই নিয়ে মুখ খোলেন বিগ বি। অমিতাভ সেদিন বলেছিলেন, কোনও মহিলার সঙ্গেই এই ধরনের ব্যবহার উচিত নয়। সেটা বাড়িই হোক বা কর্মক্ষেত্র। সেরকম হলে তাঁদের আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছিলেন তিনি। তবে সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট স্বপ্না ভবানির বিস্ফোরক টুইটের পর রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status