প্রথম পাতা

একসঙ্গেই শপথ নেন তারা

স্টাফ রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ১০:২৬ পূর্বাহ্ন

১০ই অক্টোবর, ২০০১। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণের পরপরই শপথ নেন ২৭ পূর্ণমন্ত্রী, ২৮ প্রতিমন্ত্রী ও ৪ উপমন্ত্রী। প্রেসিডেন্ট বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী ছাড়াও পূর্ণমন্ত্রী হিসেবে সেদিন যারা শপথ নিয়েছিলেন তারা হলেন- অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, আবদুল মতিন চৌধুরী, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, ব্যারিস্টার নাজমুল হুদা, এম শামসুল ইসলাম, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, শাজাহান খান, আকবর হোসেন, খুরশীদ জাহান হক, আবদুল্লাহ আল নোমান, এল কে সিদ্দিকী, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আমিনুল হক, আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, হারুনার রশীদ খান মুন্নু, ড. ওসমান ফারুক, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। মাসখানেক পর বি. চৌধুরী যখন প্রেসিডেন্ট হন তখনও চারদলীয় জোটের অংশীদার ছিল জামায়াত।  বঙ্গভবনে দলটির নেতারা প্রেসিডেন্টকে অভিনন্দনও জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status