শিক্ষাঙ্গন

ইবিতে প্রতি আসনে লড়বে ২১ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ১১:২৫ পূর্বাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে। এ বছর ইবির ৪টি ইউনিটের ২ হাজার ২৭৫টি আসনের বিপরীতে সর্বমোট আবেদন পড়েছে ৪৮ হাজার ৭১৯টি। এতে আসনে প্রতি লড়বে ২১ জন শিক্ষার্থী। আজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার সূত্রে এসব তথ্য জানা গেছে।

রেজিস্ট্রার অফিস সুত্রে, এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগে মোট ২ হাজার ২৭৫ আসনের ভর্তি পরীক্ষা নেয়া হবে। গড় হিসেবে প্রতি আসনে ২১ জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবে। চলতি সেশন থেকে ৫ টি অনুষদের ভর্তি পরীক্ষা হবে ৪টি ইউনিটের অধীনে। এতে ধর্মতত্ব অনুষদভূক্ত এ ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৯৯৬টি। অধীনে মানবিক ও সমাজবিজ্ঞান এবং আইন অনুষদের বি ইউনিটে ২১ হাজার ২০৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। ব্যবসায় অনুষদভূক্ত সি ইউনিটে আবেদন এসেছে ৭ হাজার ১৪৭ টি। আর বিজ্ঞান অনুষদের ‘ডি ইউনিটে’ ১৮ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু ফরম উত্তোলণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, আগামী ১৬-২৮ অক্টোবর পর্যন্ত ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://iu.bigmsoft.com থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। অ্যাপলিকেশন আইডি নম্বর ব্যবহার করে ডাউনলোডকৃত দুই কপি প্রবেশপত্র পরীক্ষার হলে সঙ্গে রাখতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status