দেশ বিদেশ

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তৈরিতে কমিটি

স্টাফ রিপোর্টার

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:৫৮ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের জন্য ইশতেহার তৈরির কাজ শুরু করেছে আওয়ামী লীগ। এজন্য গঠন করা হয়েছে ১২ সদস্যর একটি উপ-কমিটি। পরে এ কমিটির পরিধি আরো বাড়তে পারে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইশতেহার প্রণয়নে উপ-কমিটিকে মৌখিকভাবে অনুমোদন দিয়েছেন। এর আহ্বায়ক করা হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে। কমিটির অপর সদস্যরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. মসিউর রহমান, হোসেন তওফিক ইমাম (এইচ টি ইমাম) ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার ফরহাদ হোসেন। বাকি সদস্যদের নাম শিগগিরই অন্তর্ভুক্ত করা হবে। এবারের ইশতেহারে ‘সমৃদ্ধির বাংলাদেশ’ শিরোনামকে প্রাধান্য দিয়ে প্রাথমিকভাবে স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘দিন বদল শুরু করেছি, দিন বদল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে’। এরই মধ্যে গত বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী কার্যালয়ে ইশতেহার উপ-কমিটির বৈঠক হয়। ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, আমরা কয়েকজন বসেছি। কাজ শুরু হয়েছে। কমিটিতে আরো কিছু সদস্য যোগ হবে। আগামী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে অনেক কিছুই থাকবে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ‘দিন বদলের সনদ’ স্লোগান সংবলিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিকে প্রাধান্য দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status