বাংলারজমিন

অবহেলায় আকন্দপাড়া মসজিদ

জাভেদ ইকবাল, রংপুর থেকে

১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:০০ পূর্বাহ্ন

ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ উত্তরের জেলা রংপুর। এই জেলায় রয়েছে প্রাচীন স্থাপত্যের অনেক নিদর্শন। তেমনই একটি স্থাপত্য আকন্দপাড়ার পুরাতন মসজিদ।  ছোট ছোট ইটের গাঁথুনিতে তৈরি মসজিদটির কারুকার্য চোখে ধরার মতো। সামান্য পরিমাণ জায়গায় দাঁড়িয়ে থাকা এই মসজিদের আয়তন নিয়ে রয়েছে বেশ কৌতূহল। এর উত্তর দক্ষিণে ৬ ফুট ৭ ইঞ্চি ও পূর্ব পশ্চিমে ১১ ফুট ৯ ইঞ্চি। দেয়াল ১ ফুট ১১ ইঞ্চি চওড়া। আয়তনে এত ছোট মসজিদ দেশের আর কোথাও আছে কি না, তা অনেকেরই অজানা। রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে ঐতিহাসিক এই নিদর্শনটির অবস্থান। শ্যামপুর থেকে এক কিলেমিটারের কম দূরত্বে গোপালপুর ইউনিয়ন। এই ইউনিয়নের আকন্দপাড়ার নান্দিনার দিঘীর পাড় থেকে মাত্র ৩শ’ গজের মধ্যেই পুরাতন এই মসজিদটি। গ্রামের মেঠোপথের পাশে ছোট একটি জায়গায় বাঁশের ঝাড়। মসজিদটি ওই বাঁশ ঝাড়ে বিরাট বটবৃক্ষের লতাপাতা আর জঙ্গলের ভেতর। ভুতুড়ে পরিবেশে থাকা মসজিদটি এখন পরিত্যক্ত। কারুশিল্পে খচিত মসজিদের মিনারসহ ভেঙে পড়েছে এর অবকাঠামো। মসজিদ বেয়ে উঠেছে একটি বিরাট বটগাছ। এই বটবৃক্ষের ভারে খসে পড়েছে ইট। ভেঙে পড়েছে দক্ষিণের দেয়ালটি। বর্তমানে মসজিদের কোল ঘেঁষে দুটি কবর রয়েছে। ছোট ছোট ইটের গাঁথুনিতে তৈরি প্রাচীন স্থাপত্যের নিদর্শন এই মসজিদ। সময়ের পরিক্রমায় সংস্কারের ছোঁয়া লাগেনি এখানে। অযত্ন-অবহেলা আর সংরক্ষণের উদ্যোগ না থাকায় বর্তমানে মসজিদটি ধ্বংসের দ্বারপ্রান্তে। এই মসজিদটি দেখতে প্রায়ই বিভিন্ন স্থান থেকে এখানে লোকজন আসেন। অনেকেই লেখালেখিও করছেন এটি সংরক্ষণে। এ নিয়ে স্থানীয় গবেষক জাহাঙ্গীর আলম জানান, এই মসজিদটি কারো মতে আড়াই শ’ বছর থেকে ৫শ’ বছরের পুরাতন হবে। এখানকার পূর্বপুরুষদের মতে এই অঞ্চলে এত ছোট মসজিদ আর নেই। এর জমির পরিমাণ ও আকার-আয়তন খুবই কম। তিনি আরো জানান, মসজিদের উত্তর দক্ষিণে ৬ ফুট ৭ ইঞ্চি ও পূর্ব পশ্চিমে ১১ ফুট ৯ ইঞ্চি। দেয়াল ১ ফুট ১১ ইঞ্চি চওড়া। একটি প্রবেশ পথ ও মেহরাব রয়েছে। মসজিদটি এতই ছোট যে এখানে ঈমামসহ ৩-৪ জন নামাজ পড়তে পারতেন। মসজিদটির মিনার  ভেঙে পড়েছে। বর্তমানে মসজিদটিকে ঘিরে বিরাট বটগাছ বেয়ে উঠেছে। প্রাচীন এই নিদর্শনটি সংরক্ষণ ও সংস্কারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি স্থানীয়দের। ওই এলাকার কৃষক বাবর আলী ও তার স্ত্রী আছেকা খাতুন বলেন, এত ছোট মসজিদও হয়, তাও মিনারসহ? তাদের বাপ-দাদার পূর্বপুরুষরা এই মসজিদের ইতিহাস ভালো জানতেন। আমরা শুনেছি এটি প্রায় ৩ থেকে ৪শ’ বছর আগের মসজিদ। এই মসজিদটি সংস্কার করে পর্যটন শিল্পের সঙ্গে এই মসজিদটিকে যুক্ত করা হলে এখানে আরো মানুষ আসবে। এটি সংরক্ষণে রংপুর বিভাগীয় প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের প্রাচীন স্থাপত্য, নিদর্শন ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষণ এবং সংস্কারের জন্য দাবি জানিয়ে আসছি। এই মসজিদটি পরিদর্শন করে আমরা প্রত্নতত্ত্ব বিভাগকে সংরক্ষণের জন্য উদ্যোগ নিতে আহ্বানও করেছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি।  এ ব্যাপারে রংপুর জাদুঘরের কাস্টডিয়ান মো. আবু সাঈদ ইনাম তানভিরুল ইসলাম জানান, প্রাচীন ওই মসজিদটির সংরক্ষণ ও সংস্কারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবগত করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status