খেলা

যুব অলিম্পিক হকি

কেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৪:১৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে যুব অলিম্পিক হকিতে উজ্জ্বল বাংলাদেশ দলের পারফরম্যান্স। কানাডার পর কেনিয়ার বিপক্ষে জয় কুড়ায় বাংলাদেশ যুবারা। টানা দুই জয়ে নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কেনিয়াকে ৪-৩ গোলে হারিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আজ রাত ৯টায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আর্জেন্টিনা। সেমিফাইনালের ফলাফল ইতোমধ্যেই হয়ে গেছে। কেনিয়ার বিপক্ষে সেভেন-এ-সাইড ম্যাচে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৪ ও ৬ মিনিটে গোল দুইটি পায় কেনিয়া। ম্যাচে ফিরতে সময় নেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। ৭ ও ৮ মিনিটে মোহাম্মদ মহসিন ও সারোয়ার শাওনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এর তিন মিনিট পর আবারও লিড নেয় কেনিয়া। আর ১৫ মিনিটে স্কোরলাইন ৩-৩ করেন বাংলাদেশের মোহাম্মদ হাসান। ১৮তম মিনিটে জয়সূচক গোলে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান বাংলাদেশ অধিনায়ক আরশাদ হোসেন। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০-০ গোলে হারের হতাশায় ডোবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরতে শুরু করে আরশাদ হোসেনের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে ৪-৩ গোলে হার দেখে বাংলাদেশ। আর কানাডাকে ৫-২ গোলে হারিয়ে কাক্সিক্ষত জয়ের দেখা পায় বাংলাদেশ যুব হকি দল। সেই ধারাবাহিক কেনিয়ার বিপক্ষে ধরা দেয় আরেকটি জয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status