খেলা

ওয়েলসের জালে স্পেনের ৪ গোল

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১১:৩৪ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপে কাটানো খারাপ সময় পেছনে ফেলে দুর্বার হয়ে উঠেছে স্পেন। ওয়েলসকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কার্ডিফে জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচটি ৪-১ গোলে জেতে স্পেন। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর টানা তিন ম্যাচ জিতলো স্প্যানিশরা। গত মাসে ইউয়েফা নেশন্স লীগে ইংল্যান্ডের মাঠে ২-১ গোলে জেতার পর ঘরের মাঠে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। বৃহস্পতিবার ম্যাচের প্রথম মিনিট থেকে রক্ষণে চাপ ধরে রাখা স্পেন এগিয়ে যায় অষ্টম মিনিটে। ডি-বক্সে সাউল নিগেসের ছোট পাস ধরে ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন পাকো আলকাসার। ১৯তম মিনিটে এসি মিলান ফরোয়ার্ড সুসোর ফ্রি-কিকে বল ছোট ডি-বক্সের মুখে ফাঁকায় পেয়ে হেডে জালে জড়ান সার্জিও রামোস। জোড়া গোলের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই তৃতীয় গোল খেয়ে বসে ওয়েলস। ২৯তম মিনিটে আরও একবার রক্ষণের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে উঁচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড আলকাসার। ২০০৬ সালের অক্টোবরে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের পর এই প্রথম ঘরের মাঠে কোনো ম্যাচের প্রথমার্ধে তিন গোল খেল ওয়েলস। এক যুগ আগের ম্যাচটি ৫-১ ব্যবধানে হেরেছিল তারা। ৩৫তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় ওয়েলস। মিডফিল্ডার হ্যারি উইলসনের হেড পোস্টের উপরের অংশের বাইরের দিকে লাগে। ৫৮তম মিনিটে সুসোর শট গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে বাধা পায়। ৭৪তম মিনিটে ব্যবধান আরো বাড়ান মার্ক বার্ত্রা। সুসোর কর্নারে লাফিয়ে নেয়া হেডে লক্ষ্যভেদ করেন রিয়াল বেতিসের এই সেন্টার-ব্যাক। জাতীয় দলের হয়ে চতুর্দশ ম্যাচে এসে প্রথম গোল করলেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়। শেষ দিকে একমাত্র সান্তনাসূচক গোলটি পায় স্বাগতিকরা। ৮৯তম মিনিটে হেডে গোলটি করেন বার্নলির ফরোয়ার্ড স্যাম ভোকস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status