খেলা

আইসল্যান্ডের সঙ্গে ফ্রান্সের নাটকীয় ড্র

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১১:২৫ পূর্বাহ্ন

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে দুই গোলে এগিয়ে ইতিহাস গড়ার পথে ছিল আইসল্যান্ড। কিন্তু কিলিয়ান এমবাপ্পের শেষ সময়ের গোলে তাদের হৃদয় ভেঙে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফরাসিরা। ফ্রান্সের মাঠে বৃহস্পতিবার প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এ ড্রয়ে আইসল্যান্ডের কাছে অজেয় থাকল ফ্রান্স। আগের ১২ দেখায় ফরাসিদের জয় নয়টি। বাকি তিন ম্যাচ ড্র। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আইসল্যান্ডের রক্ষণে কাঁপন তুলতে পারেনি ফ্রান্স। উল্টো ৩০তম মিনিটে এগিয়ে যায় আইসল্যান্ড। আলফ্রেড ফিনবোগাসনের বাড়ানো বল নিখুঁত প্লেসিং শটে ঠিকানায় পৌঁছে দেন বিরকির বিয়ারনাসন। ৩৪তম মিনিটে ফ্রান্সের ব্লেইস মাতুইদি গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন। এরপর বিপজ্জনক জায়গা থেকে আন্তোইন গ্রিজমানের ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। ৩৮তম মিনিটে ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসের দৃঢ়তায় ব্যবধান দ্বিগুণ হয়নি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের কোণঠাসা করে ফেলে গত বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার সঙ্গে ড্র করা আইসল্যান্ড। ৫৮তম মিনিটে জিলফি সিগুর্ডসনের কর্নারে ক্যারি অ্যারনাসনের হেড ক্রসবারের ভেতরের কোণায় লেগে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে এমবাপ্পে একাধিক সুযোগ পেলেও প্রতিপক্ষের রক্ষণ দেয়াল টপকাতে পারেননি। আগের টানা চার ম্যাচ হেরে আসা আইসল্যান্ডের ডিফেন্ডাররা দারুণভাবে ফিরিয়ে দেন পিএসজির এই ফরোয়ার্ডের সব আক্রমণ। ৮৫তম মিনিটে এমবাপ্পের শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে সামনে থাকা আইসল্যান্ডের ইয়োলফসনের বুকে লেগে জালে জড়ালে ম্যাচে ফেরে ফ্রান্স। পাঁচ মিনিট পর ডি-বক্সের মধ্যে সিগথোরসনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা ফেরান এমবাপ্পে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status