দেশ বিদেশ

একনেকে ১৪ হাজার কোটি টাকার আরো ১৭ প্রকল্প অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১০:২০ পূর্বাহ্ন

রাজশাহী ওয়াসার ভূ-উপরিস্থিত পানি শোধনাগার নির্মাণসহ ১৭ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ১৪ হাজার ২০০ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে জোগান দেয়া হবে ১১ হাজার ১৯৩ কোটি ৬৯ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে আসবে ২ হাজার ৮১১ কোটি ৬২ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে আসবে ১৯৫ কোটি ২৮ লাখ টাকা। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার একনেকের বৈঠকে ২০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছিল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একদিন পরই আরেকটি একনেক বৈঠক আয়োজনের কারণ জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, এর কারণ দুটি। প্রথমত, প্রবৃদ্ধি ধরে রাখতে হলে ১৮ শতাংশ বেসরকারি বিনিয়োগ প্রয়োজন। কিন্তু বেসরকারি বিনিয়োগ কম হচ্ছে। তাই প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারি বিনিয়োগ বাড়াতে হচ্ছে। দ্বিতীয়ত, চলতি অর্থবছরে এ পর্যন্ত ১৪টি মঙ্গলবার পাওয়া গেছে। কিন্তু আজকেরটি নিয়ে ১০টি একনেক হচ্ছে। সরকারি ছুটি ও প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় বাকি চারটি একনেক বৈঠক করা সম্ভব হয়নি। তাই এই বৈঠককে বাড়তি একনেক বৈঠক বলা যায় না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status