খেলা

টাইগার যুবারা শ্রীলঙ্কা যাচ্ছে কাল

স্পোর্টস ডেস্ক

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:৫৬ পূর্বাহ্ন

এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে বাগে পেয়েও মাত্র ২ রানে হার দেখে বাংলাদেশের যুবারা। তবে আপাতত ওই হতাশা পুষে রাখার সুযোগ নেই টাইগার যুবাদের। ২টি চারদিনের ম্যাচ ও ৫টি একদিনের ম্যাচ খেলতে শনিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা সফরে দলের অধিনায়ক থাকছেন তৌহিদ হৃদয়ই। আর যুব এশিয়া কাপ স্কোয়াডের প্রায় সবাইকেই রাখা হয়েছে শ্রীলঙ্কা সফরের অনূর্ধ্ব-১৯ দলে। শ্রীলঙ্কায় টাইগার যুবারা প্রথম চারদিনের ম্যাচে মাঠে নামবে আগামী ১৭ই অক্টোবর। ২৩শে অক্টোবর মাঠে গড়াবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। আর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দু’দল মুখোমুখি হবে আগামী ৩০শে অক্টোবর। মাসব্যাপী সফর শেষে আগামী ১০ই নভেম্বরে দেশে ফিরবে যুব দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সাজ্জাদ হোসেন সিয়াম, মোহাম্মদ প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, শামীম হোসেন, আকবর আলী, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান মোহান্না, মোহাম্মদ রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, আসাদুল্লাহ হিল গালিব ও শাহীন আলম। স্ট্যান্ডবাই: প্রিতম কুমার, শাহাদাৎ হোসেন, অভিষেক দাস, তানজিম হাসান সাকিব ও মেহেদি হাসান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status