দেশ বিদেশ

এবার সিআইডিতে ‘সাইবার পুলিশ সেন্টার’

স্টাফ রিপোর্টার

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:৪৬ পূর্বাহ্ন

এবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাংগঠনিক কাঠামোতে যোগ হয়েছে ‘সাইবার পুলিশ সেন্টার’ নামে নতুন ইউনিট। এই ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য ৩৪২টি নতুন পদ সৃষ্টি এবং ৪৯টি যানবাহন যুক্ত করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-৩ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। সিআইডি সূত্রে জানা গেছে, ৩৪২টি পদের মধ্যে স্থায়ী ৩০টি ক্যাডার পদ, অস্থায়ী ৩১২টি পদ সৃষ্টিসহ এই প্রজ্ঞাপনে ৪২টি যানবাহন দেয়ার নির্দেশ জারি করা হয়। এর মধ্যে থাকছে- ডিআইজি একজন, অতিরিক্ত ডিআইজি দুজন, এসপি ৩ জন, অতিরিক্ত এসপি ৬ জন, এএসপি ১৮ জন, ইন্সপেক্টর ৪৫ জন, এসআই ১৪০ জন, এএসআই ৩০ জন, কনস্টেবল ৭৫ জনসহ সর্বমোট ৩২০ জন। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার, মেইন্টেইন্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার অপারেটরসহ অন্যান্য ২২ জন। নবগঠিত সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারের জন্য নির্দেশিত ৪৯টি যানবাহনের মধ্যে রয়েছে জীপ ১২টি, পিকাআপ ১৪টি, মাইক্রোবাস একটি, বড় বাস একটি, মিনিবাস একটি, মোটরসাইকেল ২০টিসহ সর্বমোট ৪৯ যানবাহন।সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, নবগঠিত এই ইউনিট সাইবার সংক্রান্ত মামলার তদন্ত করবে। এছাড়া সাইবার অপরাধ মনিটরিং, পেট্রলিংসহ এ সংক্রান্ত সব ধরনের কাজ করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status