বাংলারজমিন

জয়পুরহাটে ১৯ জামায়াত নেতাকর্মী আটক

জয়পুরহাট প্রতিনিধি

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:৪০ পূর্বাহ্ন

 নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠকের সময় বেশ কিছু জিহাদী বইসহ জয়পুরহাটের ধলাহার ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামান (৫৫)সহ ১৯ জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম জানান- জয়পুরহাট সদর উপজেলার ধলাহার উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ভিতরে জেলার বিভিন্ন এলাকার বেশ কিছু জামায়াতের নেতা-কর্মী একত্রিত হয়ে গোপন পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ওই মসজিদটি ঘিরে ফেলে পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধলাহার ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামানসহ ১৯ জন জামায়াতের নেতা-কর্মীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়। আটককৃত জামায়াতের আমীর আসাদুজ্জামান ধলাহারের মালেকপাড়া গ্রামের মৃত মোজাম্মেল  হকের ছেলে।

এ ছাড়া আটককৃত জামায়াতের বিভিন্ন স্তরের অন্যান্যরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার মৃত ছুমির উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৫৫), রামকৃষ্ণপুর গ্রামের ওসমান গনির ছেলে হুজায় হোসেন (৫০), শেখপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), মৃত সাহারুদ্দিনের ছেলে রজলুর রহমান (৬০), বালিয়াতর গ্রামের মৃত মেছের উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫৫), শরিফ উদ্দিন মণ্ডলের ছেলে তোফাজ্জল হোসেন (৪৪), ছফের আলীর ছেলে সাদেক মণ্ডল (৫০), ধলাহার গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে জিএম হোসেন ওরফে জিম (৪০), মৃত আব্দুল গনির ছেলে নেছার উদ্দিন (৫২), জিয়াউর রহমানের ছেলে বাবু মিয়া (২২), থিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শোয়েব ইসলাম (৩৮), কইকুড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে সফিকুল ইসলাম (৪৫), জালাল উদ্দিনের ছেলে এনামুল হক (৪২), রঘুনাথপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে কাওসার রহমান (৩২), ইসমাইল হোসেনের ছেলে ফেরদৌস আলম (৪৮), কল্যাণপুর গ্রামের আকবর দেওয়ানের ছেলে আনোয়ার হোসেন (৩২), মোফাজ্জল হোসেনের ছেলে রবিউল ইসলাম (৪২) ও আটঠোকা গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মোতাহার হোসেন (৩৬)।
আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status